ব্রাজিলের সংকটাপন্ন রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোব্রাসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করলেন পেদ্রো পারেন্তে। জ্বালানি মূল্যের উচ্চমূল্যের কারণে ক্ষুব্ধ ট্রাকচালকদের ধর্মঘটে অচল হয়ে পড়েছিল দেশটির অর্থনীতি। পারেন্তের পদত্যাগের ফলে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। খবর এএফপি।
ব্রাজিলের অর্থনীতির অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত পেট্রোব্রাসের দায়িত্ব থেকে পদত্যাগের বিষয়ে পারেন্তে জানান, ‘কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছি।’ শুক্রবার রাতে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে ইভান মন্তিরোর নাম ঘোষণা করা হয়েছে বলে জানায় ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এজেন্সিয়া ব্রাসিল।
শ্রমিকদের সুলভ মূল্যে জ্বালানি সরবরাহ ও আগামী ৬০ দিন বিশেষ ছাড়ে ডিজেল সরবরাহের দাবি ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমার মেনে নেয়ায় পারেন্তেকে পদত্যাগ করতে হয়।
ফলে ২০১৬ সাল থেকে জ্বালানির মূল্য নির্ধারণে যে স্বাধীনতা ভোগ করে আসছিল পেট্রোব্রাস, তা ক্ষুণ্ন হলো। বিনিয়োগকারীদের দাবি অনুযায়ী মূল্য নির্ধারণের সুযোগে গত দুই বছরে জ্বালানি তেলের দাম নিয়মিত বিরতিতে বেড়েছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ডিজেলের দাম শুধু গত এক বছরেই ৫০ শতাংশ বেড়েছে।
No comments:
Post a Comment