Monday, June 4, 2018
ব্রাজিলের সাও পাওলো এয়ারপোর্টে ১৬ জন বাংলাদেশী সহ ৩১ জন ফেডারেল পুলিশের হেফাজতে ।
ব্রাজিলের সাও পাওল -গুয়ারুলহস আন্তর্জাতিক বিমানবন্দর ১৬ জন বাংলাদেশী সহ ৩১ জন ইমিগ্রেশন ফেডারেল পুলিশ এর হেফাজতে । এয়ারপোর্ট ফেডারেল পুলিশ এর একটি ওয়েবসাইটে প্রকাশ করে যে বাংলাদেশী ১৬ জনের জবানবন্দী মতে বাংলাদেশে চলমান ক্রসফায়ার থেকে বাঁচতে তারা বাংলাদেশ থেকে পালিয়ে ব্রাজিল আসে । এখন যদি তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ব্রাজিল ইমেগ্রেশন তাহলে তাদের জীবন এর সংশয় আছে। তাই ব্রাজিল সরকারের পক্ষ থেকে মানবিক দৃষ্টিকোন থেকে এদেশে থাকার অনুমতি দিবে। বাকি ১৫ জন ভারত ও পাকিস্তানি নাগরিক তারা পারিবারিক অসচ্ছলতার কারণে ব্রাজিলে এসেছেন বলে জানিয়েছেন। তবে ৩১ জন সবাই ব্রাজিলে থাকার অনুমতি পাবে কিনা তা আগামিকাল সিদ্ধান্ত নেবে ব্রাজিল অভিবাসন সংক্রান্ত কমিটি । উল্লেখ্য এই ৩১ জনই ব্রাজিলে বিনা ভিসায় এসেছেন । এর মধ্যে ৪ জনের পাসপোর্ট এ বলিভিয়ার ভিসা রয়েছে । ফেডারেল পুলিশ জানতে পেরেছেন এই চার জন বাংলাদেশি ঢাকা থেকে কাতার এয়ারওয়েজ এ দোহা হয়ে বুয়েনস আয়ারস আর্জেন্টিনার রাজধানী তারপর সান্তিয়াগো
চিলির রাজধানী তারপর বলিভিয়া হয়ে শেষে সীমান্ত পথে ব্রাজিলে আসার পরিকল্পনা ছিল । কিন্তু বুয়েনস আয়ারস ইমিগ্রেশন এই চার জনের পাসপোর্ট জব্দ করে ফিরতি ফ্লাইতে তাদের উঠিয়ে দেয় ।
কিন্তু কাতার এয়ারওয়েজ এর ফিরতি ফ্লাইট টি অল্প সময়ের জন্য ব্রাজিলের সাও পাওল এয়ারপোর্ট এ বিরতি নেয় আর সেই সুযোগে তারা ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশন পুলিশের শরণাপন্ন হন।
সম্প্রতি বেশ কয়েকবার ব্রাজিলে প্রতিটি আন্তর্জাতিক এয়ারপোর্টে যে সকল আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করে তাদের জানানো হয় যে, যে সকল দেশের সাথে ব্রাজিলের পোর্ট এন্ট্রি ভিসার নিয়ম নেই সে সকল দেশের যাত্রীদের যেন অবশ্যই ব্রাজিলের ভিসা থাকে। তাই কাতার এয়ারওয়েজের বরাবর এর কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হয়েছে ব্রাজিল সাও পাওলো এয়ারপোর্ট এর পক্ষ থেকে । মঙ্গলবার ৩১ জনের আইনি কার্যক্রম শেষ করে ব্রাজিলে এ রিফুজি দিয়ে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে ।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment