যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি পাসপোর্টধারীর সংখ্যা ৮৪ হাজার বলে জানিয়েছে দেশটির পরিসংখ্যান অফিস। সম্প্রতি ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) দেশটিতে বসবাসকারী ব্রিটিশ নাগরিক নয় এমন অধিবাসীদের সংখ্যা প্রকাশ করেছে।
তালিকায় থাকা ২০টি দেশের মধ্যে ১৩টি দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। এতে প্রথম স্থানে রয়েছেন পোলান্ডের অধিবাসীরা। তালিকায় শীর্ষ ২০টি দেশের মধ্যে বাংলাদেশিদের অবস্থান ২০তম স্থানে থাকলেও যুক্তরাজ্যে বসবাসকারী অ-ইউরোপীয় অভিবাসীর তালিকায় শীর্ষ সাতটি দেশের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ।
অন্যদিকে, অ-ইউরোপীয় অভিবাসী শ্রেণির মধ্যে ভারতীয় নাগরিকগণ শীর্ষে অবস্থান করছেন। তবে ব্রিটেনে সাম্প্রতিক সময়ে অধিক সংখ্যক রোমানিয়ানদের পাড়ি জমানোর কারণে সামগ্রিকভাবে ভারতীয়দের অবস্থান দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে নেমে গেছে।
উল্লেখ্য, ব্রিটেনে আনুমানিকভাবে বাস করেন প্রায় ছয় লাখ বাংলাদেশি। তবে তাঁদের মধ্যে বাংলাদেশি ব্রিটিশ কিংবা ব্রিটেনে জন্মগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের এই পরিসংখ্যানে অর্ন্তভূক্ত করা হয়নি।
No comments:
Post a Comment