Sunday, June 3, 2018
ব্রাজিলে সরাসরি ভিসা ব্যবস্থায় বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা ।
দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র ব্রাজিল ।এছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। ৮,৫১৪,৮৭৭ বর্গকিলোমিটার (৫,২৯০,৮৯৯ বর্গমাইল) আয়তনের এই দেশটিতে বসবাসকৃত মানুষের সংখ্যা প্রায় ২০ কোটি ৪০ লক্ষ ।
২০১২ সালে প্রথমবারের মত বাংলাদেশ ও ব্রাজিল কুটনৈতিক সম্পর্কে যুক্ত হয়।বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি ভিসা নিয়ে ব্রাজিলে আসা সম্ভব এবং অনেকেই আসছেন । সাও পাওলর ব্রাইস শহরে গত ২ মাসে প্রচুর বাংলাদেশী কে দেখা গিয়েছে, যারা ঢাকা থেকে সরাসরি ভ্রমণ ভিসা নিয়ে ব্রাজিলে আসেন ।তারপর রিফুজি আবেদন করে বর্তমানে এদেশে অবস্থান করছেন ।অনেক প্রবাসী বাংলাদেশি তাদের পরিবার ও সন্তান নিয়ে ব্রাজিল স্থায়ী বসবাস শুরু করেছেন এবং তারা এখানে ভালো আছেন।
অন্যান্য দেশ থেকে ব্রাজিলে অনেক সহজে বসবাসের অনুমতি পাওয়া যায়। এমনকি অল্প সময়ে এদেশে নাগরিকত্বও পাওয়া যায়। তাই বাঙ্গালীদের প্রথম স্বপ্নের দেশ ।
সম্প্রতি ব্রাজিল সরকার ব্রাজিলের ভিসা ব্যবস্থা সহজ করার বাংলাদেশ থেকে খুব সহজেই ভ্রমণ ভিসা নিয়ে ব্রাজিলে আসা যায় ।
যেখানে দালাল ধরে ব্রাজিলে আসতে গুনতে হয় ১২ থেকে ১৭ লক্ষ টাকা । সেখানে প্রার্থী নিজে ভিসা আবেদন করে ব্রাজিলে আসলে সর্বোচ্চ ৩ থেকে ৪ লক্ষ টাকায় আসতে পারেন ।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment