Thursday, August 16, 2018
উদ্বাস্তুদের সুবিধার্থে ব্রাজিলে রিফুজি আবেদনের নিয়ম পরিবর্তন করা হয়েছে ।
ব্রাজিলে রিফুজি আবেদনের নিয়ম পরিবর্তন করা হয়েছে । পুলিশিয়া ফেডারেল সুত্রে জানা যায় এখন থেকে রিফুজি আবেদন করতে হবে যে এয়ারপোর্ট বা সিমান্ত দিয়ে আবেদনকারী প্রবেশ করেছে ব্রাজিলে সে সিটিতে । অন্যথায় রিফুজি আবেদনকারীর নানা বিড়ম্বনার শিকার হতে পারেন । অন্যদিকে রিফিউজি আবেদনকারীর নিরাপত্তা চিহ্ন বাড়ানো হয়েছে । ব্রাজিলে প্রতিনিয়ত রিফুজিরপরিমাণ বাড়ছে বিশেষ করে ভেনেজুয়েলা , প্যারাগুয়ে , আর্জেন্টিনা ও বলিভিয়ার নাগরিকরা ব্রাজিলের প্রবেশ করে রিফুজি আবেদন করছে । ইতিমধ্যে রিফিউজিদের জন্য ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্নভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে খুলেছেন ক্যাম্প । রিফুজিরা পাচ্ছেন ত্রান সামগ্রী । এদিকে ব্রাজিলে ২মাস পর জাতীয় সংসদ নির্বাচন , ব্রাজিলের রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন নিয়ে ব্যস্ত । নির্বাচনে যে দলেই নির্বাচিত হয় সেই দল এই দেশের রিফুজি দের নিয়ে চিন্তা করবেন বলে জানিয়েছেন দেশের বর্তমান প্রেসিডেন্ট ।
সুত্র - globo news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment