রাজধানীর কুর্মিটোলায় দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া জাবালে নূর পরিবহনের সেই বাসের মালিক শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন বৃহস্পতিবার এই আদেশ দেন।
এর আগে গ্রেফতার শাহাদাতকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। শুনানি শেষে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে বাস মালিক শাহাদাতের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রিমান্ড শুনানির সময় তার কিছু বলার আছে কি-না জানতে চান বিচারক। জবাবে কাঠগড়ায় দাঁড়ানো শাহাদাত বলেন, আমি বাসের মালিক, এটাই আমার অপরাধ। আমি তো ড্রাইভারদের এসব বিষয় সম্পর্কে কিছু জানি না।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়কে অন্য বাসের সঙ্গে রেষারেষিতে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম (মিম) ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব নিহত হন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্টো-১১-৯২৯৭। ওই ঘটনায় দিয়ার বাবা রোববারই ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন। পরে ওই মামলায় জাবালে নূর পরিবহনের তিনটি বাসের চালক ও তাদের দুই সহকারীকে গ্রেফতার করে র্যাব।
এ ঘটনার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে। আজ বৃহস্পতিবারও এ আন্দোলন অব্যাহত রয়েছে।
No comments:
Post a Comment