Social Icons

Thursday, August 16, 2018

আর্জেন্টিনা থেকে অবসরে মেসি!

রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল মেসির আর্জেন্টিনাকে। দলটির সেরা খেলোয়াড় লিওনেল মেসিও ব্যর্থ হয়েছিলেন দলকে ভালো কিছু উপহার দিতে। বিশ্বকাপে দলের এই হতাশাজনক পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি লিওনেল মেসি।
এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, কোপা আমেরিকার আগ পর্যন্ত মেসিকে আর আর্জেন্টিনা দলে দেখা যাবে না।
আর্জেন্টাইন দৈনিক ক্লারিন জানিয়েছে, সাময়িক বিরতিতে যাচ্ছেন মেসি। তাই আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে কয়েকটি প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দলে দেখা যাবে না তাকে। যুক্তরাষ্ট্রে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে এবং সৌদি আরবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নেই বলে শোনা যাচ্ছে। অবশ্য এর কারণ জানা যায়নি।
এদিকে দলটির কোচ হোর্হে সাম্পাওলিকে ছাঁটাই করা হয়েছে। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন তারই সহকারী লিওনেল স্কালোনি। তিনি দায়িত্ব নেয়ার পর জানিয়েছিলেন, দলে মেসি নির্ভরতা কমাতে চান। প্রীতি ম্যাচ দিয়েই হয়তো সেটা শুরু করতে যাচ্ছেন।
তবে মেসিকে ছাড়া এই আর্জেন্টিনা কতটুকু সাফল্য পাবে সেটা ভাবনার বিষয়। পাঁচটি ব্যালন ডি’অর জয়ী এ তারকা দলটির প্রাণভোমরা। তাকে ছাড়া আর্জেন্টিনা দল গঠন করার কথা ভাবাই যায় না। তবে এটাও ঠিক যে দিন দিন মেসির বয়সও বাড়ছে। আগের সেই মেসি আর এখনকার মেসির মাঝে যে অনেক ব্যবধান। তবে মেসি যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় সেটা বলার অপেক্ষা রাখে না।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates