রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করতে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
গত সোমবার বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
এপিকে মাহাথির বলেন, রোহিঙ্গারা কয়েক প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করছে। তারা ওই দেশের নাগরিক। তাই মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের গ্রহণ করতে হবে।
রোহিঙ্গা মুসলমানদের প্রতি মিয়ানমার সরকার, বিশেষ করে নিপীড়ন থামাতে অং সান সু চির ব্যর্থতায় গভীর হতাশা প্রকাশ করেন মাহাথির। তিনি বলেন, হত্যা, গণহত্যা; তারা যে অন্যায়গুলো করেছে তা কোনো সভ্য দেশের আচরণ হতে পারে না।
No comments:
Post a Comment