নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদোকে। অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পর্যবেক্ষণ ইউনিটেও রাখা হয়েছিল তাকে। তবে সুস্থ হয়ে উঠায় সোমবার হাসপাতাল থেকে মুক্তি পাচ্ছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এ তারকা।
হঠাৎ নিউমোনিয়ার আক্রান্ত হওয়ায় ব্রাজিলের ইবিজায় হাসপাতালে ভর্তি হন রোনালদো। গত সোমবার ভর্তি হওয়ার পর তাকে সেরে উঠার জন্য শুভকামনা জানিয়েছেন তার ভক্তরা। সুস্থ হয়ে এবার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন ৪১ বছর বয়সি এ তারকা। সুস্থ হয়ে উঠার সংবাদ এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি।
শুভকামনার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে রোনালদো লেখেন, ‘বন্ধুরা, ইবিজায় নিউমোনিয়াতে আক্রান্ত হওয়ায় আমাকে শুক্রবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে বর্তমানে সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। আমি আগামীকাল ছাড়া পাচ্ছি এবং বাড়ি ফিরছি। মেসেজে শুভকামনা জানানোয় আপনাদের সবাইকে ধন্যবাদ।’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment