আর্জেন্টিনা দলে মেসি ছাড়া আর যারা খেলেন তাদের ঠিকঠাক উন্নতি দরকার। আর এর জন্য সবার আগে দরকার মেসি নির্ভরতা কমানো। মেসি নির্ভরতার জন্যই রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে। আর্জেন্টিনার সাবেক ফুটবলার হুয়ান সেবাস্তিয়ান ভেরন এমনটাই মনে করেন। এছাড়া টটেনহ্যাম কোচ মাউরিসিয়ো পচেত্তিনোর আর্জেন্টিনার দায়িত্ব নেওয়া উচিত বলেও মনে করেন তিনি।
মেসির আর্জেন্টিনা ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে রানার্স আপ হয়। এছাড়া মেসি তার দলকে ২০১৫ এবং ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে তোলেন। কিন্তু দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি একবারও। রাশিয়া বিশ্বকাপে দলের খারাপ পারফর্মের পর মেসি আন্তর্জাতিক ফুটবল খেলে যাবেন কিনা তা নিয়েও আছে প্রশ্ন।
তবে মেসি খেলুক বা না খেলুক আর্জেন্টিনার দল হিসেবে উন্নতি করার দিকে জোর দিলেন ভেরন। আর্জেন্টিনার জার্সি গায়ে ১৪ বছর মাঠ মাতানো মিডফিল্ডার বলেন, 'দল হিসেবে বেড়ে ওঠার এটাই সময়। অবশ্যই লিও যদি আর্জেন্টিনার হয়ে খেলে যেতে আগ্রহী হয় তবে তারও দলগত খেলার সঙ্গে মানিয়ে নিতে হবে।'
তিনি বলেন, 'আমি মনে করি আমাদের ভিত্তি আগে ঠিক করতে হবে। কেউ আমাদের রক্ষা করবে এই মনোভাব নিয়ে খেলা বন্ধ করতে হবে।' এছাড়া দলের কোচ হিসেবে পচেত্তিনোকে পছন্দের কথাও জানান তিনি।
আর্জেন্টিনার হয়ে ৭৩ ম্যাচ খেলা এই তারকা বলেন, 'আর্জেন্টিনার কোচ হিসেবে পচেত্তিনোর নাম শোনা মুগ্ধ করার মতো ব্যাপার। তবে আমার মনে হয় কোচের দায়িত্ব দেওয়ার আগে তার জন্য একটি প্লাটফর্ম তৈরি করে দেওয়া দরকার। তাকে একটি জায়গা করে দিয়ে তবেই দেখতে হবে তিনি কেমন করেন।'
তবে আর্জেন্টিনার কোচ হিসেবে পচেত্তিনোকে পাওয়া সহজ হবে না। তিনি গত মে মাসে টটেনহ্যামের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন। এছাড়া আর্জেন্টিনার কোচ হিসেবে বাতাসে ভাসছে দিয়াগো সিমিওনের নামও। তারও অবশ্য অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ২০১৯-২০ মৌসুম পর্যন্ত চুক্তি আছে। ভেরন অবশ্য সেসব নিয়ে কথা বলেননি। আর্জেন্টিনার কোচ হিসেবে দু'জনকেই তার পছন্দ বলে জানিয়েছেন।
No comments:
Post a Comment