Social Icons

Thursday, June 7, 2018

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলবে ব্রাজিল!

ব্রাজিল বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল হবে। স্পেনকে হারিয়ে রাশিয়ায় বিশ্বকাপ জিতবে ব্রাজিল। না, রাশিয়ায় কাপ-যুদ্ধ শুরুর দিন কয়েক আগে কোনও মজা করা হচ্ছে না। আর এমন একখানা ভবিষ্যদ্বাণী আমরা করছি না। করছে আমেরিকার একটি সমীক্ষা সংস্থা। তবে ব্যাপারটাকে সমীক্ষা বললে ভুল হবে। 
বলা ভালো অনেক গবেষণা ও পরীক্ষার পরই তারা এমন একটা ভবিষ্যদ্বাণী করার সাহস দেখিয়েছে। আমেরিকার সেই সংস্থাটির নাম গ্রেসনোট। আর তারা রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটা দলের শক্তি-দুর্বলতা নিয়ে পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার ক্ষেত্রে তারা যে প্রযুক্তি ব্যবহার করেছে তার নাম ইলো সিস্টেম। এই প্রযুক্তিতে সাধারণত দাবা বা ওই জাতীয় খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়ের স্কিল টেস্ট হয়। হালফিলে অবশ্য আমেরিকার বেসবল ফুটবল দলগুলোর স্কিল টেস্টের ক্ষেত্রেও এই ইলো সিস্টেম ব্যবহার করা হয়। 
গ্রেসনোট সংস্থাটির হয়ে এই গবেষণার দায়িত্বে থাকা সাইমন গ্লিভের দাবি, অন্য দলগুলোর থেকে ব্রাজিলের এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২১ শতাংশ বেশি। প্রতিটা দলের স্কিল হিসাবে তাদের একশোর মধ্যে নম্বর দিয়েছে গ্রসনোট। ব্রাজিল তাতে নম্বর পেয়েছে ৯০। স্পেন ৭৬। 
জার্মানিকে তারা দিয়েছে ৭৯। আর্জেন্টিনা ৮২। উরুগুয়ে ও কলম্বিয়াকে ৭৭ নম্বর দিয়েছে তারা। জার্মানি বা আর্জেন্টিনার দলগুলো নম্বরের দিক থেকে স্পেনের চেয়ে বেশি পেলেও গ্রেসনোট তাদের ফাইনালিস্ট বলে ধরছে না। তাদের যুক্তি, বিশ্বকাপ জিততে যে এক্স ফ্যাক্টর প্রয়োজন সেটা এবারের স্পেন দলে অনেক বেশি রয়েছে। 

কোস্টারিকার বিপক্ষে ইংল্যান্ডের সহজ জয়

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে হারিয়ে নিজেদের পরখ করে নিল ইংলিশরা। শক্তিশালী ব্রাজিলের গ্রুপে থাকা কোস্টারিকাকে ২-০ গোলে হারলো তারা।
বৃহস্পতিবার নিজেদের মাঠে শুরু থেকেই পাত্তা পায়নি কোস্টারিকা। ম্যাচের ১৩ মিনিটেই দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন ম্যানইউ তারকা র‌্যাশফোর্ড। গত সেপ্টেম্বর মাসের পর জাতীয় দলের হয়ে এটি প্রথম গোল তার। 
দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড কিছুটা ছন্দ হারালেও গোল পায়নি কোস্টারিকা। বদলি হিসেবে নেমে ম্যাচের ৭৬ মিনিটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন আরেক তারকা ওয়েলবেক। ১৮ জুন বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়ার মুখোমুখি হবে ইংলিশরা।

ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের ফাইনাল!

ফুটবলের ইতিহাসে ব্রাজিল-আর্জেন্টিনা ধ্রুপদী লড়াই বরাবরই নাড়া দিয়েছে সমর্থকদের। শর্ষে ফুল রঙা হলুদ আর আকাশি-নীল সাদা রঙের জার্সিতে সয়লাব হয়ে যায় স্টেডিয়ামের গ্যালারি। কেবল গ্যালারি? ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্ল্যাসিকো লড়াইয়ের উত্তাপ পাওয়া যায় হাজার হাজার মাইল দূর থেকেও। ল্যাটিন আমেরিকায় অনুষ্ঠিত ম্যাচ নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের কমনরুমে দুই ভাগ হয়ে খেলা দেখতে বসে যায় পড়ুয়ারা। সাধারণ সুপারক্ল্যাসিকো নিয়েই আগ্রহটা আকাশের উচ্চতায়। আর বিশ্বকাপ হলে? আরও এক ধাপ এগিয়ে, বিশ্বকাপ ফাইনাল হলে?
বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা ধ্রুপদী লড়াই দেখার আগ্রহটা সবার। সে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক হোক বা না হোক। এমন একটা ফাইনাল যে পুরো ফুটবল দুনিয়ারই আরাধ্য! রাশিয়া বিশ্বকাপের সূচিই সেই সুযোগ নিয়ে এসেছে। নেইমারের ব্রাজিল আর মেসির আর্জেন্টিনা সব বাধা ঠিকঠাক পাড়ি দিতে পারলে ফাইনালে দেখা হতে পারে ফুটবলের দুই পুরনো যোদ্ধার। ল্যাটিন ফুটবলের সৌন্দর্য্যে বিমোহিত হতে পারেন ভক্তরা। সুপারক্ল্যাসিকোর দেখা মিলতে পারে বিশ্বকাপের ২১তম ফাইনালে!
গত ২০টি বিশ্বকাপের চূড়ান্ত মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই দেখেছেন সমর্থকরা কেবল চার বার। এর মধ্যে ব্রাজিল জিতেছে দুবার। আর্জেন্টিনা একবার। একবার ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। চারটা লড়াইয়ের মধ্যে দুইটা ছিল গ্রুপ পর্বে, দুইটা দ্বিতীয় রাউন্ডে। এর চেয়ে সামনে এগিয়ে কখনোই দুই দল মুখোমুখি হয়নি। তবে এবারের বিশ্বকাপ দারুণ এক সুযোগ নিয়ে এসেছে।
ডি গ্রুপে আর্জেন্টিনা মুখোমুখি হবে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার। র‌্যাঙ্কিং এবং অভিজ্ঞতা সব দিক থেকেই এই গ্রুপে এগিয়ে আর্জেন্টিনা। হোসে মরিনহোর মতো ফুটবল বোদ্ধারা বলছেন, ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনাই। মেসিদেরকে ডি গ্রুপের চ্যাম্পিয়ন ধরে নিলে নেইমারদেরও ই গ্রুপের চ্যাম্পিয়ন ধরতে হয়। হোসে মরিনহোও তাই বলছেন। ই গ্রুপে ব্রাজিল মুখোমুখি হবে সুইজারল্যান্ড, সার্বিয়া এবং কোস্টারিকার। নেইমার পুরো ফিট থেকে খেলতে পারলে ব্রাজিলকে রুখবে, সাধ্য কার! ডি ও ই গ্রুপে আর্জেন্টিনা ও ব্রাজিল চ্যাম্পিয়ন হলে দুই দলের ফাইনালের আগে আর দেখা হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা মুখোমুখি হবে সি গ্রুপ রানার্সআপের। সি গ্রুপে ফ্রান্স, পেরু, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে। এই গ্রুপে ফ্রান্সকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরে নিলে রানার্সআপ হতে পারে অন্য তিন দলের যে কেউ। এক্ষেত্রে কেউ অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন। কেউবা এগিয়ে রাখছেন পেরুকে। আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডের বাধামুক্ত হলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বি গ্রুপ চ্যাম্পিয়ন এবং এ গ্রুপ রানার্সআপের মধ্যকার লড়াইয়ে বিজয়ী দলের। বি গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারে স্পেন। আর্জেন্টিনা এই বাধাটা অতিক্রম করলে সেমিফাইনালে দেখা হতে পারে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে। গতবারের ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নিয়ে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছতে পারলেই কেবল সুপারক্ল্যাসিকো হতে পারে রাশিয়ায়। অবশ্য ব্রাজিলকেও সব বাধা অতিক্রম করে আসতে হবে ফাইনাল পর্যন্ত।
ই গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে এফ গ্রুপ রানার্সআপের। এফ গ্রুপে জার্মানি ছাড়াও আছে মেক্সিকো, সুইডেন এবং দক্ষিণ কোরিয়া। এই গ্রুপে জার্মানিকে চ্যাম্পিয়ন ধরে নিলে মেক্সিকো, সুইডেন কিংবা দক্ষিণ কোরিয়ার যে কোনো একটা হতে পারে রানার্সআপ। ব্রাজিলের জন্য তিনটা দলই খুব সহজ শিকার! কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে জি গ্রুপ চ্যাম্পিয়ন এবং এইচ গ্রুপ রানার্সআপের মধ্যকার বিজয়ী দলের। জি গ্রুপের চ্যাম্পিয়ন হতে পারে বেলজিয়াম অথবা ইংল্যান্ড। ব্রাজিলের জন্য দুইটা দলই মোটামুটি সহজ শিকার। সেমিফাইনালে নেইমাররা মুখোমুখি হতে পারেন সি গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্সের। অবশ্য ফ্রান্সকেও সব বাধা অতিক্রম করে শেষ চারে আসতে হবে। নেইমাররা সেমিতে ফ্রান্সকে হারালেই ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল! বিশ্বকাপ ফাইনালের আলাদা একটা উত্তাপ আছে। সেই উত্তাপে সুপারক্ল্যাসিকো যোগ হলে, তা হবে ফুটবল দুনিয়ার জন্য সেরা উপহার।
ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই হতে পারে সেমিতেও। দুই দলের কোনো একটা যদি গ্রুপে রানার্সআপ হয় তাহলেই শেষ চারে লড়াই হবে মেসি-নেইমারের। আবার দুই দলই গ্রুপ পর্বে রানার্সআপ হলে ফাইনাল হতে পারে তাদের মিলনকেন্দ্র। অবশ্য দুই দলই সেমিফাইনাল হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই।

Wednesday, June 6, 2018

মার্কিন পণ্যের ওপর মেক্সিকোর নতুন শুল্ক আরোপ

মার্কিন পণ্য আমদানির ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মেক্সিকো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য আমদানির ওপর শুল্ক আরোপের জবাবে এই পদক্ষেপ নিয়েছে মেক্সিকো। এই খবর দিয়েছে বিবিসি।
 
খবরে বলা হয়, মেক্সিকো যেসব মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে তার মধ্যে রয়েছে হুইস্কি, পনির, ইস্পাত, বোরবন ও শুকরের মাংস।
 
বিশ্লেষকরা বলছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শক্ত ঘাটিগুলোতে আঘাত হানতেই এই পণ্যগুলোর ওপর শুল্ক আরোপ করেছে মেক্সিকো।
 
ট্রাম্প গত সপ্তাহে মেক্সিকো, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ করেন। এতে করে যুক্তরাষ্ট্রের এই মিত্র দেশগুলোর মধ্যে ক্ষোভের দেখা দেয়।
 
এছাড়া ট্রাম্পের আরোপিত শুল্ক যুক্তরাষ্ট্রের স্থানীয় ব্যবসারও ক্ষতি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শুকরের মাংস উৎপাদনকারীরা। তার ওপর তারা এখন নতুন করে মেক্সিকোতে পণ্য রপ্তানি করার ক্ষেত্রে ২০ শতাংশ শুল্কের সম্মুখীন।
 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের শুকরের মাংসের বাজারের সবচেয়ে বড় আমিদানিকারক হচ্ছে মেক্সিকো। এছাড়া মেক্সিকোর আরোপিত অন্যান্য যেসব পণ্য আমদানি আক্রান্ত হবে সেগুলো হচ্ছে আপেল ও আলু। কিছু পনির ও বোরবন আমদানির ক্ষেত্রে পরিশোধ করতে হবে ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক।
 
এসব সহ যুক্তরাষ্ট্রে উৎপাদিত ইস্পাতের পণ্যগুলোর ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে মেক্সিকো।

মামলাটা না করে আমি বড় ভুল করেছি: আসিফ

স্যার, তার (সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন) বিরুদ্ধে আমার আগেই মামলা করা উচিত ছিল। কিন্তু মামলাটা না করে আমি বড় ভুল করেছি। কারণ আমার বিরুদ্ধে আগে ফেসবুকে সে (সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন) মানহানিকর কথা লিখেছে। আমি শুধু সেই কথাগুলোর প্রতিবাদ স্বরুপ উত্তর দিয়েছি। 
 
বুধবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে উদ্দেশ্য করে কণ্ঠশিল্পী আসিফ আকবর রিমান্ড ও জামিন শুনানিতে এ কথা বলেন। 
 
তিনি আরো বলেন, অনুমতি ছাড়াই সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছি এ অভিযোগ আনা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি এর লাভের এক টাকাও পাইনি। প্রয়োজনে আপনি আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখতে পারেন। শুধু শুধু হয়রানি করার জন্য ঘটনা সাজিয়ে এ মামলা করা হয়েছে।
 
আদালতে আসিফের আইনজীবী মো. ওমর ফারুক ও আসাদুজ্জামান আসাদ বলেন, ‘স্যার দরখাস্তকারী আসিফ আকবর আবারও গান শুরু করেছেন। সামনে পবিত্র ঈদ। ভক্তরা তাকে নিয়ে ঈদ করতে চায়। এ মামলায় যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাকে জামিন দিলে পালাতক হবেন না।
 
এর আগে আদালত পুলিশের জেনারেল রেকডিং অফিসার (জিআরও) তাহেরা বানু রিমান্ডের পক্ষে বলেন, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, মূল হোতাকে খুঁজে বের করা, আসামির সহযোগীদের নাম ও ঠিকানা এবং আসামির নাম ঠিকানা যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া মামলার অভিযোগের বিষয়ে ইলেক্ট্রনিকস ডিভাইসের পরিচিতি এবং আসিফের ভবিষ্যৎ পরিকল্পনা জানার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী।
 
মামলায় অভিযোগ করা হয়, গত ১ জুন রাতে একটি বেসরকারী টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে তিনি ‘গান চুরির’ বিষয়টি জানতে পারেন বাদী। পরে আসামি আসিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো বিক্রি করে ‘প্রতারণার মাধ্যমে’ বিপুল অর্থ উপার্জন করেছেন। ঘটনা জানার পর গত ২ জুন রাতে শফিক তুহিন বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিলে আসিফ আকবর সেখানে বিভিন্ন অশালীন মন্তব্য করেন এবং হুমকি দেন। পরে ফেইসবুক লাইভেও ‘অবমাননাকর, অশালীন ও মিথ্যা’ বক্তব্য এবং ‘শায়েস্তা করার হুমকি’ দেন বলে মামলায় অভিযোগ করা হয়।

গত বিশ্বকাপের দুঃস্বপ্ন এখন প্রেরণা ব্রাজিলের


দুঃস্বপ্নের সেই ১-৭ স্কোরলাইন রাশিয়া বিশ্বকাপে নতুন প্রেরণা ব্রাজিলের। বলছেন, পেলের দেশের হয়ে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা মারিও জাগালো।
দিন কয়েক আগেই ব্রাজিলের প্রস্তুতি শিবিরে নেইমারদের দেখতে হাজির দর্শকদের একটা অংশ বার বার '৭-১' বলে স্লোগান দিচ্ছিলেন। পরে তাদের সরিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা। এর পরেই গোটা ব্রাজিলজুড়ে নতুন জল্পনা, গত বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে সেই ১-৭ হারের স্মৃতি কি রাশিয়ায় তাড়া করবে তিতের দলকে? বিশেষ করে ওই দলে থাকা ছয় ফুটবলারকে। যারা এবারও ব্রাজিলের বিশ্বকাপ দলে রয়েছেন। সেই ছয় ফুটবলার হলেন, নেইমার, থিয়াগো সিলভা, মার্সেলো, ফার্নান্দিনহো, উইলিয়ান ও পাউলিনহো।

তবে এই আশঙ্কাকে গুরুত্ব না দিয়ে বরং প্রেরণা হিসেবেই দেখছেন জাগালো। বলছেন, সাত গোলের  স্মৃতি প্রত্যেক ব্রাজিলীয় নাগরিকের কাছে আজও হুলের মতো বিঁধে রয়েছে। তবে সমর্থকদের দোষারোপ না করে প্রেরণা হিসেবেই দেখতে হবে। মনের মধ্যে ওই স্মৃতি জেগে উঠলে তবেই না তা মুছে ফেলার তাগিদ আসবে। 
সঙ্গে যোগ করেন, তিতে ও নেইমারদের দলটা আগের বারের চেয়ে ভালো। গতবার আমাদের সেরা দলটা ছিল না। এবার রয়েছে। ফলে মানসিকতা পরিবর্তন হবেই। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে তিতের সুনাম রয়েছে। রয়েছে রণকৌশল ও শৃঙ্খলা ধরে রাখার কৌশলও। 
ব্রাজিলের কোচের পদে বসেই তিতের একমাত্র লক্ষ্য ছিল ১-৭ হারের ভীতি কাটানো। বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জনের পরেই নতুন পরিকল্পনা নেন তিনি। সে সম্পর্কে গত বছর তিতে ঘোষণা করে দেন, সবার আগে দরকার জার্মানির বিরুদ্ধে একটা প্রীতি ম্যাচ খেলা। আর সেটা হতে হবে জার্মানিতেই। গত মার্চে সেই ম্যাচে নেইমারহীন ব্রাজিল ১-০ হারায় জার্মানিকে। 
যার সুবাদে এখন আত্মবিশ্বাস প্রবল ফার্নান্দিনহোর গলায়, চার বছর আগে সেই রাত ছিল জীবনের সব চেয়ে অভিশপ্ত। কিন্তু এখন আমরা সব হিসেব উল্টে দিতে পারি। এবার সব কিছু ঠিকঠাক চললে ব্রাজিল চ্যাম্পিয়ন হতেই পারে।
রবিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচের আগে ব্রাজিল দল যদিও রয়েছে বেশ খোশমেজাজেই। সোমবার রাতে মধ্য লন্ডনে রেস্তোরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিল গোটা ব্রাজিল দল। 'বাব্বো' নামের যে রেস্তোরাঁয় আংশিক মালিকানা রয়েছে উইলিয়ান এবং দাভিদ লুইজের (সেই অভিশপ্ত ম্যাচে খেলেছিলেন। এবার দলে নেই)।
কিন্তু দলের এই খোশ মেজাজের মাঝেও সেই সাত গোল ভোলেনি নেইমারদের দেশের মানুষ। এদেরই একজন তোমাস আলভেস। রিও ডি জেনেইরোর এই বাসিন্দা বিশ্বকাপ উপলক্ষে নতুন টিভি কিনেছেন। সেখানেই ব্রাজিলের সাংবাদিকের কাছে তার স্বীকারোক্তি, আগের টিভিতে ১-৭ হার দেখেছিলাম। তাই এবার নতুন ব্রাজিলকে দেখব নতুন টিভিতে। সঙ্গে মজা করে বলেন, ভাবছি, পুরনো টিভিটা আর্জেন্টিনার কোনও বন্ধুকে দিয়ে দেব।

Tuesday, June 5, 2018

ব্রাজিলে টানা শ্রমিক ধর্মঘটের প্রভাব পড়েছে পণ্যবাজারে।

ব্রাজিলে ট্রাক শ্রমিকদের দীর্ঘদিনের ধর্মঘট শেষ হয়েছে। এখন দেশটিতে চলছে তেল শ্রমিকদের ধর্মঘট। কৃষিপ্রধান দেশ ব্রাজিলে টানা শ্রমিক ধর্মঘটের প্রভাব পড়েছে পণ্যবাজারে। ধর্মঘটের কারণে দেশটি থেকে সরবরাহ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অ্যারাবিকা কফির দাম আগের তুলনায় বেড়েছে। তবে চিনির দামে চলমান ধর্মঘটের প্রভাব পড়েনি। ব্রাজিল ছাড়াও বিভিন্ন দেশে বাড়তি উৎপাদনের জের ধরে আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।
অ্যারাবিকা কফি রফতানির জন্য ব্রাজিলের খ্যাতি বিশ্বজোড়া। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) সর্বশেষ কার্যদিবসে পণ্যটির দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়েছে। দিন শেষে জুলাই মাসে সরবরাহের চুক্তিতে পণ্যটি বিক্রি হয় পাউন্ডপ্রতি ১ ডলার ২৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২৫ সেন্ট বেশি। ব্রাজিল থেকে সরবরাহ কমায় অ্যারাবিকা কফির দাম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তবে এদিন জুলাই মাসে সরবরাহের চুক্তিতে আগের দিনের তুলনায় ২ ডলার কমে প্রতি টন রোবাস্তা কফি বিক্রি হয় ১ হাজার ৭৪৮ ডলারে।
আইসিইতে এদিন পরিশোধিত চিনির দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ কমেছে। দিন শেষে আগস্টে সরবরাহের চুক্তিতে প্রতি টন পরিশোধিত চিনি বিক্রি হয় ৩৫২ ডলার ৪০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৬০ সেন্ট কম। অন্যদিকে জুলাই মাসে সরবরাহের চুক্তিতে প্রতি পাউন্ড অপরিশোধিত চিনির দাম ১২ দশমিক ৫২ সেন্টে অপরিবর্তিত ছিল। এর আগে গত শুক্রবার ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে অপরিশোধিত চিনির দাম পাউন্ডপ্রতি ১২ দশমিক ৯৭ সেন্টে উঠেছিল। চলতি বছরের ৯ মার্চের পর এটাই আইসিইতে পণ্যটির সর্বোচ্চ দাম। তবে একদিনের মাথায় অপরিশোধিত চিনির দাম ফের কমে আসে। ব্রাজিল থেকে সরবরাহ কমলেও ভারত ও থাইল্যান্ডে বাড়তি উৎপাদন চিনির বাজারকে নিম্নমুখী রেখেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
সুলভ মূল্যে জ্বালানি সরবরাহের দাবিতে ট্রাক শ্রমিকদের ধর্মঘটে অচল হয়ে পড়েছিল ব্রাজিল। দাবির মুখে পদত্যাগ করেছেন দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোব্রাসের প্রেসিডেন্ট ও সিইও পেদ্রো পারেন্তে। প্রেসিডেন্ট মাইকেল তেমার দাবি মেনে নিলে দেশজুড়ে চলমান ধর্মঘট তুলে নেন ব্রাজিলের ট্রাক শ্রমিকরা। এর পর পরই শুরু হয় ব্রাজিলের তেল শ্রমিকদের ধর্মঘট। ফলে নতুন করে সংকটে পড়েছে দেশটি। এর প্রভাব পড়ছে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে অ্যারাবিকা কফি, চিনিসহ নানা পণ্যের সরবরাহে।

ব্রাজিলে হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে গর্ভপাতের পিল

গত দশকে বিশ্বজুড়ে ইন্টারনেটে অ্যাবরশন বা গর্ভপাতের পিল খোঁজার হার দ্বিগুণ ছাড়িয়ে গেছে।
বিবিসির বিশ্লেষণ সেই তথ্য দিচ্ছে। যেসব দেশে গর্ভপাত আইন বেশি কঠোর, সেসব দেশে গর্ভপাত পিল সম্পর্কে আগ্রহ আরও বেশি।
আইনগত বাধা বিপত্তি এড়াতে অনেক মেয়েরা এখন এই পিল কিনতে এবং সম্পর্কে তথ্যের জন্য ঝুঁকছেন হোয়াটসঅ্যাপের মত প্রযুক্তির দিকে।
ব্রাজিলে গর্ভপাত অপরাধ। ধর্ষণের কিছু ব্যতিক্রম ঘটনার ক্ষেত্রে তা গ্রহণযোগ্য, অবৈধ ধর্ষণের দায়ে দুই বা তিন বছরের জেল হতে পারে।
কিন্তু তারপরও কি থেমে আছে গর্ভপাতের ঘটনা?
ব্রাজিলে গর্ভপাত সংক্রান্ত আইন কঠোর হওয়ায় এখন সেখানে অনেক মেয়ে এখন এনক্রিপটেড হোয়াটসঅ্যাপ ফর্মের মাধ্যমে এ বিষয়ে তথ্য শেয়ার করছেন। এখানেই চলছে গোপনে কেনা-বেচা।
ক্লোজড গ্রুপে তারা পেয়ে যাচ্ছে গর্ভপাত পিল। ব্যাংক ট্রান্সফারে অর্থ পাঠালে ঠিকানায় পৌঁছে যাবে এই পিল। ভার্চুয়াল মিড ওয়াইফরা সাহায্য করবেন পুরো পদ্ধতিতে।
এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন ৫ জন নারী মিলে। তিন বছরে তাদের সদস্য তিনশোর বেশি।
বহু কাঠখড় পুড়িয়ে মাসের পর মাস লেগে থেকে অবশেষে তাদের একজন বিগেল-এর সাথে (ছদ্মনাম) যোগাযোগ করতে পারেন বিবিসির প্রতিবেদক। জানা যায়, তার নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা ।
"২০১৩ সালের অক্টোবর মাসে আমাকে অপহরণ করা হয় এবং ধর্ষণ করা হয়। এর ফলে আমি প্রেগন্যান্ট হয়ে যাই। কিন্তু বৈধভাবে গর্ভপাত ঘটানো সম্ভব হয়নি। কারণ ওই ব্যক্তি একজন সাবেক পুলিশ অফিসার হওয়ায় সে ছিল খুবই প্রভাবশালী।"
রিও ডি জেনিরোতে গোপন এক স্থানে কথা হয় গ্রুপটির এই অ্যাডমিন সদস্যের সাথে।
"আমার সেসময় মনে হল যেন আমার সারাজীবন সামনে পড়ে আছে আর তা আমার কাছ থেকে সে কেড়ে নিয়ে গেছে। তখন আমার মাথায় আসলো এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির কথা।"
সুত্র - বিবিসি বাংলা

সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন নারীরা


নারীদের ড্রাইভিং লাইসেন্স দেয়া শুরু করেছে সৌদি আরব। আজ সোমবার ১০ নারীকে ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়েছে। আর কয়েক সপ্তাহ পরই নারীদের গাড়ি চালনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা রয়েছে দেশটির। এ খবর দিয়েছে আল জাজিরা।
 
সৌদির ট্রাফিক অধিদপ্তরকে উদ্ধৃত করে খবরে বলা হয়, এতদিন ধরে সৌদি নারীরা দেশজুড়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেসব লাইসেন্স ব্যবহার করতো সেগুলো প্রতিস্থাপন করা হচ্ছে। বেশ কয়েকটি শহরে ১০ নারীকে তাদের বিদেশী লাইসেন্সের বদলে জাতীয় ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়েছে।
 
উল্লেখ্য, এতদিন সৌদি নারীরা যুক্তরাজ্য, কানাডা ও লেবাননসহ অন্য দেশের লাইসেন্স নিতেন। দেশেও তাদের সংক্ষিপ্ত গাড়ি চালানোর পরীক্ষা দিতে হতো।
 
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, নারীদের গাড়ি চালনার সুযোগ করে দিতে দেশের বিভিন্ন জায়গায় লাইসেন্স বিনিময়ের প্রক্রিয়া চলছে। আগামী ২৪ জুন নারীদের গাড়ি চালনা বিষয়ক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হবে।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম সৌদি নারীকে রাজধানী রিয়াদে লাইসেন্স প্রদানের ভিডিও ছড়িয়ে পড়েছে।  তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অনুসারে, আগামী সপ্তাহের মধ্যে প্রায় ২০০০ লাইসেন্স প্রদান করা হবে বলে ধারণা করা হচ্ছে। 
 
নারীদের ওপর সৌদি আরবে বিশ্বের সবচেয়ে কঠিনতম কিছু নিষেধাজ্ঞা আরোপ করা আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সেসব নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা শুরু করেছে দেশটি। গত বছরের সেপ্টেম্বরে বাদশাহ সালমান বিন আব্দুলাজিজ ইসলামিক আইন মেনে নারীদের গাড়ি চালনার অনুমতি দেয়া হবে বলে একটি আদেশপত্র স্বাক্ষর করেন।
 
ওই নির্দেশের আগে সৌদি আরব ছিল পৃথিবীর একমাত্র দেশ যেদেশে নারীদের গাড়ি চালনার অনুমতি ছিল না।

কলকাতা বিমানবন্দরে আটক দুই বাংলাদেশি তরুণী


বাংলাদেশি হয়েও ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (এনএসসিবিআই) থেকে আটক করা হয়েছে দুই তরুণীকে। আটক দুই বাংলাদেশির আনুমানিক বয়স ২৩ এর কাছাকাছি।
বিমানবন্দর সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় স্পাশই জেট’এর বিমানে কলকাতা থেকে বাংলাদেশে যাচ্ছিলেন ওই দুই বাংলাদেশি তরুণী। কিন্তু কলকাতা বিমানবন্দরে অভিবাসন দফতরের কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর রাতেই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তাদের তুলে দেওয়া হয়।
ওই দুই তরুণী কতদিন ধরে ভারতে ছিলেন, কি কারণে ছিলেন বা বাংলাদেশি নাগরিক হয়েও কিভাবে তারা ভারতীয় পাসপোর্ট পেলেন সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
এই ঘটনার সাথে কোন আন্তর্জাতিক চক্র জড়িত কি না তাও তদন্ত করে দেখছে বিমানবন্দর থানার তদন্তকারী কর্মকর্তারা।আজ তাদের ব্যারাকপুর মহুকুমা আদালতে তোলা হবে।

কণ্ঠশিল্পী আসিফ আকবর গ্রেফতার


তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এফডিসির পার্শ্ববর্তী নিজ স্টুডিও থেকে সিআইডি'র একটি টিম তাকে গ্রেফতার করে।
জানা গেছে, তেজগাঁও থানায় দায়ের করা মামলায় আইসিটি এক্ট ও প্রতারণার অভিযোগে আসিফ আকবরকে গ্রেফতার করা হয়। মামলা নং ১৫।
এই মামলার বাদী আরেক সঙ্গীতশিল্পী শফিক তুহিন। আজ বুধবার আসিফ আকবরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

Monday, June 4, 2018

ব্রাজিলের সাও পাওলো এয়ারপোর্টে ১৬ জন বাংলাদেশী সহ ৩১ জন ফেডারেল পুলিশের হেফাজতে ।


 ব্রাজিলের সাও পাওল -গুয়ারুলহস আন্তর্জাতিক বিমানবন্দর ১৬ জন বাংলাদেশী সহ ৩১ জন ইমিগ্রেশন ফেডারেল পুলিশ এর হেফাজতে । এয়ারপোর্ট ফেডারেল পুলিশ এর একটি ওয়েবসাইটে প্রকাশ করে যে বাংলাদেশী ১৬ জনের জবানবন্দী মতে বাংলাদেশে চলমান ক্রসফায়ার থেকে বাঁচতে তারা বাংলাদেশ থেকে পালিয়ে ব্রাজিল আসে । এখন যদি তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ব্রাজিল ইমেগ্রেশন তাহলে তাদের জীবন এর সংশয় আছে। তাই ব্রাজিল সরকারের পক্ষ থেকে মানবিক দৃষ্টিকোন থেকে এদেশে থাকার অনুমতি দিবে। বাকি ১৫ জন ভারত ও পাকিস্তানি নাগরিক তারা পারিবারিক অসচ্ছলতার কারণে ব্রাজিলে এসেছেন বলে জানিয়েছেন। তবে ৩১ জন সবাই ব্রাজিলে থাকার অনুমতি পাবে কিনা তা আগামিকাল সিদ্ধান্ত নেবে ব্রাজিল অভিবাসন সংক্রান্ত কমিটি । উল্লেখ্য এই ৩১ জনই ব্রাজিলে  বিনা ভিসায় এসেছেন । এর মধ্যে ৪ জনের পাসপোর্ট এ বলিভিয়ার ভিসা রয়েছে । ফেডারেল পুলিশ জানতে পেরেছেন এই চার জন বাংলাদেশি ঢাকা থেকে কাতার এয়ারওয়েজ এ দোহা হয়ে বুয়েনস আয়ারস আর্জেন্টিনার রাজধানী তারপর সান্তিয়াগো
চিলির রাজধানী তারপর বলিভিয়া হয়ে শেষে সীমান্ত পথে ব্রাজিলে আসার পরিকল্পনা ছিল । কিন্তু  বুয়েনস আয়ারস ইমিগ্রেশন এই চার জনের পাসপোর্ট জব্দ করে ফিরতি ফ্লাইতে তাদের উঠিয়ে দেয় । 
কিন্তু কাতার এয়ারওয়েজ এর ফিরতি ফ্লাইট টি অল্প সময়ের জন্য ব্রাজিলের সাও পাওল এয়ারপোর্ট এ বিরতি নেয় আর সেই সুযোগে তারা ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশন পুলিশের শরণাপন্ন হন।

সম্প্রতি বেশ কয়েকবার ব্রাজিলে প্রতিটি আন্তর্জাতিক এয়ারপোর্টে যে সকল আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করে তাদের জানানো হয় যে, যে সকল দেশের সাথে ব্রাজিলের পোর্ট এন্ট্রি ভিসার নিয়ম নেই সে সকল দেশের যাত্রীদের যেন অবশ্যই  ব্রাজিলের  ভিসা থাকে। তাই কাতার এয়ারওয়েজের বরাবর এর কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হয়েছে ব্রাজিল সাও পাওলো এয়ারপোর্ট এর পক্ষ থেকে । মঙ্গলবার ৩১ জনের আইনি কার্যক্রম শেষ করে ব্রাজিলে এ রিফুজি দিয়ে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে । 

গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে নিহত ২৫


আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে গুয়াতেমালায় কমপক্ষে ২৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। দেশটির রাজধানী গুয়াতেমালা সিটির প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আগ্নেয়গিরিটি ভয়ংকর রূপ ধারণ করেছে।
 
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) জানিয়েছে, লাভার স্রোত গ্রামে প্রবেশ করেছে। এতে সেখানকার ঘরবাড়ি ধ্বংসসহ ভেতরে থাকা লোকজন দগ্ধ হয়েছে। আগ্নেয়গিরির ছাইয়ের কারণে গুয়াতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ করে রাখা হয়েছে।

বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি এখন অনেক শক্তিশালী : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র এখন শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত এবং অর্থনীতিও যথেষ্ট শক্তিশালী। তিনি বলেন, ‘আমরা সকল ক্ষেত্রেই এখন এগিয়ে গিয়েছি এবং আমাদের গণতন্ত্রও এখন শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত, সেইসঙ্গে আমাদের অর্থনীতিও এখন যথেষ্ট শক্তিশালী।’ 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তার সরকারি বাসভবন গণভবনে ইফতার মাহফিলে এক সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেন। 
 
শেখ হাসিনা বলেন, তার দল ২০০৮ সালের নির্বাচনের আগে দিন বদলের যে সনদ ঘোষণা করেছিল, সেই সনদ অনুযায়ী তার সরকারের বিভিন্ন কার্যকরী পদক্ষেপের ফলে মানুষের দিন বদল শুরু হয়ে গেছে। 
 
প্রধানমন্ত্রী এ সময় দারিদ্র ও ক্ষুধা মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলায় তার রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই দারিদ্র উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আমরা ক্ষুধা ও দারিদ্র মুক্ত জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হব। 
 
বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠে এসেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পরমাণু বিশ্বে আমাদের প্রবেশ ঘটেছে এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে আমরা মহাকাশেও পৌঁছে গেছি। তিনি সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে এ সময় সকলের সহযোগিতা কামনা করেন। 
 
তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রগ্রতির ধারাবাহিকতা যেন বজায় থাকে।’ যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে যেন আমরা উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে পারি। তিনি এ সময় আগত অতিথিদের মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। এরআগে প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। 
 
ইফতারের আগে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহ’র শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 
 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টি (মঞ্জু) চেয়ারম্যান পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং বিএনএফ সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা মঞ্চে উপস্থিত ছিলেন।

কিমের হোটেল ভাড়া পরিশোধ করার প্রস্তাব আইসিএএনের

১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় কিম জং উনের হোটেল ভাড়া পরিশোধ করার প্রস্তাব দিয়েছে পারমাণবিক অস্ত্রবিরোধী সংস্থা- আইসিএএন। নোবেল পুরস্কারের সঙ্গে নগদ যে অর্থ পেয়েছে, তা দিয়ে এই শীর্ষ বৈঠকের খরচ বহন করতে প্রস্তুত সংস্থাটি।
পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে প্রচারণার জন্য নোবেল বিজয়ী বেসরকারি সংস্থা আইসিএএন প্রস্তাব দিয়েছে- বৈঠকের জন্য সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার যে খরচ হবে তা তারা দিয়ে দেবে। সেই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হোটেলের বিলও শোধ করে দেয়ার প্রস্তাব দিয়েছে আইসিএএন।
আইসিএএনের কর্মকর্তা আকিরা কাওয়াসাকি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘নোবেল পুরস্কারের সঙ্গে কিছু নগদ অর্থ আমরা পেয়েছিলাম, তা দিয়ে এই শীর্ষ বৈঠকের খরচ বহন করতে প্রস্তুত। কোরীয় উপদ্বীপের শান্তির জন্য, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের জন্য এই আমরা এটা করতে চাই।’
বিলাসবহুল ফুলারটন হোটেলে অনুষ্ঠিত হবে এ বৈঠক। যেখানে প্রেসিডেন্সিয়াল সুইটের ভাড়া প্রতি রাতে ৬ হাজার মার্কিন ডলার। ওয়াশিংটন পোস্ট পত্রিকা লিখেছে- উত্তর কোরিয়া তার নেতা এবং প্রতিনিধিদলের সিনিয়র সদস্যদের জন্য এই হোটেলকে পছন্দ করছে।
উল্লেখ্য, বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয় যে, সিঙ্গাপুরের ওই বিলাসবহুল হোটেলের ব্যয় মেটানো উত্তর কোরিয়ার জন্য কঠিন হতে পারে।

মেসির বিশ্বকাপ প্রস্তুতির 'ফ্রি-কিক' ভাইরাল

গত বিশ্বকাপে দেশকে কাপ এনে দিতে পারেননি লিওনেল মেসি। সেই মেসিকে কেন্দ্র করেই আসন্ন বিশ্বকাপে ফের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। ফর্মের শীর্ষে থেকে এটাই শেষ সুযোগ মেসির কাছে দেশকে ৩২ বছর পর কাপ এনে দেওয়ার।
ফলে রাশিয়া বিশ্বকাপকে মাথায় রেখে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে নীল-সাদা শিবিরে। কোচ সাম্পাওলির তত্ত্বাবধানে মেসির ক্লাবের শহর বার্সেলোনায় নিজেদের তৈরি করার কাজে ব্যস্ত গোটা দল। এবং তার কেন্দ্রবিন্দুতে যে মেসিই থাকবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। সবার আড়ালে চুপিসারে নিজের নতুন টেকনিকের ব্লু-প্রিন্ট ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়।
আর্জেন্টাইন ফুটবল সংস্থার সরকারি টুইটার অ্যাকাউন্টে তা প্রকাশ হতেই রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মেসির বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিক হাওয়ার বাঁক খেয়ে গোলে ঢুকে যায়। গোলকিপার চেষ্টা করলেও তা আটকাতে ব্যর্থ হন।

মাদকবিরোধী অভিযানে সব নিহতের তদন্ত চেয়েছে ইইউ


ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে ঘটে যাওয়া নিহতের সব ঘটনার তদন্ত চেয়েছে বলে জানা গেছে। সোমবার ঢাকাস্থ ইইউ মিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তদন্ত চাওয়া হয়।
ইইউর স্থায়ী প্রতিনিধিদের পাঠানো সেই যৌথ বিবৃতিতে বলা হয়, মাদকদ্রব্য ও মাদক চোরাচালান বিশ্বজুড়েই একটি বড় সমস্যা। বাংলাদেশে যে মাদকবিরোধী অভিযান চলছে সেখানে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ উঠেছে।  বাংলাদেশ সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সন্দেহভাজন অপরাধীদের মৃত্যুর প্রতিটি ঘটনা পুরোপুরিভাবে তদন্ত করবে বলে আমাদের প্রত্যাশা।
বিবৃতিতে আরও বলা হয়, গত ৪ মে থেকে এ পর্যন্ত মাদক প্রতিরোধের ঘটনায় নিহত হয়েছে ১২০ জনেরও বেশি নাগরিক। আন্তর্জাতিক মান বজায় রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
এর আগে জাতিসংঘের মাদক ও অপরাধ বিরোধী দফতর (ইউএনওডিসি) থেকে জানানো হয়, বাংলাদেশের বর্তমান মাদকবিরোধী অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।
আইন-শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রশ্ন তুলেছে। এ প্রেক্ষিতেই বিবৃতি দিলো ইইউ।

Sunday, June 3, 2018

ব্রাজিলে সরাসরি ভিসা ব্যবস্থায় বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা ।


দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র ব্রাজিল ।এছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। ৮,৫১৪,৮৭৭ বর্গকিলোমিটার (৫,২৯০,৮৯৯ বর্গমাইল) আয়তনের এই দেশটিতে বসবাসকৃত মানুষের সংখ্যা প্রায় ২০ কোটি ৪০ লক্ষ ।
 ২০১২ সালে প্রথমবারের মত বাংলাদেশ ও ব্রাজিল কুটনৈতিক সম্পর্কে যুক্ত হয়।বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি ভিসা নিয়ে ব্রাজিলে আসা সম্ভব এবং অনেকেই  আসছেন । সাও পাওলর ব্রাইস শহরে গত ২ মাসে প্রচুর বাংলাদেশী কে দেখা গিয়েছে, যারা ঢাকা থেকে সরাসরি ভ্রমণ ভিসা নিয়ে ব্রাজিলে আসেন ।তারপর রিফুজি আবেদন করে বর্তমানে এদেশে অবস্থান করছেন ।অনেক প্রবাসী বাংলাদেশি তাদের পরিবার ও সন্তান নিয়ে ব্রাজিল  স্থায়ী বসবাস শুরু করেছেন এবং তারা এখানে ভালো আছেন।

   অন্যান্য দেশ থেকে ব্রাজিলে অনেক সহজে বসবাসের অনুমতি পাওয়া যায়। এমনকি অল্প সময়ে এদেশে নাগরিকত্বও পাওয়া যায়। তাই বাঙ্গালীদের প্রথম স্বপ্নের দেশ ।
সম্প্রতি ব্রাজিল সরকার ব্রাজিলের ভিসা ব্যবস্থা সহজ করার বাংলাদেশ থেকে খুব সহজেই ভ্রমণ ভিসা নিয়ে ব্রাজিলে আসা যায় ।
যেখানে দালাল ধরে ব্রাজিলে আসতে গুনতে হয় ১২ থেকে ১৭ লক্ষ টাকা । সেখানে প্রার্থী নিজে ভিসা আবেদন করে ব্রাজিলে আসলে সর্বোচ্চ ৩ থেকে ৪ লক্ষ টাকায় আসতে পারেন ।

বেলজিয়ামে গুলিতে দুই নারী পুলিশসহ নিহত ৩


বেলজিয়ামে এক বন্দুকধারীর গুলিতে দুই নারী পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।
দেশটির পূর্বাঞ্চলীয় লিজ শহরে স্থানীয় সময় মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
একটি স্কুলের একজন নারী পরিচ্ছন্নতাকর্মীকে জিম্মি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।
বিবিসি বলছে, বন্দুকধারীর হামলার সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
এখনও পর্যন্ত হামলার কারণ বা উদ্দেশ্য না জানা গেলেও পুলিশের ধারণা, এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড।
অস্ত্র হাতে তাণ্ডব চালানোর সময় হামলাকারীকে 'আল্লাহ আকবর' বলে চিৎকার করতে শুনেছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা।
নগর মেয়রের বরাত দিয়ে দুই পুলিশ সদস্য নিহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে এএফপি।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates