আটক মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিক কডি ওয়েডল মুক্তি দিয়েছে ভেনিজুয়েলা সরকার। দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে বুধবার সকালে আটক হওয়ার ১২ ঘণ্টা আটক থাকার পর দেশটির সরকারি কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি হেরাল্ড ও এবিসি নিউজসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করেন ওয়েডল। যুক্তরাষ্ট্র থেকে আসা ত্রাণ সামগ্রীর জন্য তিনি কারাকাসের বিমানবন্দর এলাকায় অবস্থান করছিলেন। ওই প্রতিষ্ঠান থেকে বেশ কয়েক বছর ধরে ভেনিজুয়েলায় কাজ করেন ওয়েডল। টুইটারে মিয়ামি হেরাল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেনিজুয়েলা কর্তৃপক্ষ ওয়েডলকে আটকের পর মুক্তি দিয়েছে।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোর একজন সমালোচক হিসেবে পরিচিত সিনেটর মার্কো রোবিও বলেন, আমরা জেনেছি সেনা গোয়েন্দা সংস্থা সীমান্তে সম্প্রচারের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওয়েডলকে তুলে নিয়ে গেছে।
গত ১০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন নিকোলাস মাদুরো। বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। তাই অন্য রাজনৈতিক দলগুলো মাদুরোর পদত্যাগের দাবি করে আসছেন। এই দাবির পক্ষে নেতৃত্ব দিচ্ছন হুয়ান গুয়াইদো। যিনি দেশটির আইনসভার প্রধান এবং গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন। তাকে প্রেসিডেন্ট হিসেবে প্রায় অর্ধশত রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে।
এ অবস্থায় বিক্ষোভের সংবাদ সংগ্রহকালে ভেনিজুয়েলার নিরাপত্তারক্ষীদের হাতে আটক হন সাংবাদিক ওয়েডল। এরপর তার মুক্তি দাবিতে বিবৃতিও দেয় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।
No comments:
Post a Comment