ব্রাজিল সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন লাতিন আমেরিকার দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তবে শুক্রবারের ওই বৈঠকে জেরুজালেমে ব্রাজিলের দূতাবাস স্থানান্তর নিয়ে বহু প্রত্যাশিত ঘোষণাটি আসেনি। খবর রয়টার্স।
প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে ব্রাজিল সফরে এসেছেন নেতানিয়াহু। নতুন বছরের প্রথম দিন ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাওয়া উগ্র ডানপন্থী নেতা বোলসোনারোর সঙ্গে আদর্শিক মিত্রতা স্থাপনের প্রয়াস হিসেবে এ সফর করছেন তিনি।
দুই নেতার মধ্যে বৈঠক শেষে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল হচ্ছে প্রতিশ্রুত ভূমি আর ব্রাজিল হচ্ছে সম্ভাবনার দেশ।’ অর্থনীতি, নিরাপত্তা, কৃষি ও পানিসম্পদের মতো খাতগুলোয় ব্রাজিলকে ইসরায়েল সহায়তা করতে পারে বলেও জানান তিনি।
নেতানিয়াহুর প্রতি শুভেচ্ছার নজির হিসেবে আগামী মার্চে ইসরায়েল সফরে যেতে পারেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বোলসোনারো। তিনি বলেন, ‘জানুয়ারিতে কঠিন এক মুহূর্তে আমরা সরকার গঠন করতে যাচ্ছি। তবে ব্রাজিলের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা যাতে বাধাবিপত্তি উতরে যেতে পারি, সেজন্য বেনয়ামিন নেতানিয়াহুর মতো আমাদের ভালো মিত্র, বন্ধু ও ভাই দরকার।’
বোলসোনারো ও শীর্ষ সহযোগীরা নিয়মিত বলে আসছিলেন, তেলআবিব থেকে ব্রাজিলের দূতাবাস সরিয়ে জেরুজালেমে নিয়ে আসা হবে। কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পর পরিকল্পনাটি প্রত্যাহারে কৃষি খাতের শক্তিশালী সমর্থনকারীদের পক্ষ থেকে চাপের মুখে পড়েন বোলসোনারো। তারা আশঙ্কা করছেন, এ সিদ্ধান্ত গ্রহণের ফলে আরব বিশ্বে হালাল মাংসের বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে।
No comments:
Post a Comment