উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে বেইজিং পৌঁছেছেন। মঙ্গলবার সকালে অঘোষিত এ সফরে আকস্মিক বেইজিং রেলস্টেশনে পৌঁছান তিনি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ একথা জানায়।
বিবিসি জানায়, কিমের বিশেষ বৈশিষ্ট্যসূচক গাঢ় সবুজ রঙের ট্রেন স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ওই স্টেশনে প্রবেশ করে। ৩ দিনের এ সফরে ১০ জানুয়ারি পর্যন্ত চীনে অবস্থান করবেন কিম।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন করে সম্ভাব্য বৈঠকের আগে কিমের চীন সফরের ওপর দৃষ্টি রাখছে বিশ্ব। এর আগে খবরে বলা হয়, নতুন বৈঠকে পরমাণু অস্ত্র ত্যাগের ব্যাপারে চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছাতে পারেন কিম ও ট্রাম্প।
গেল বছরের জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ট্রাম্প জানায় উত্তর কোরিয়া সকল ধরণের পরমাণু কর্মসূচি বন্ধ করবে। তবে এ নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয় দেশ।
এর কয়েক মাস পরে মার্কিন সংবাদমাধ্যম জানায়, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে।
২০১৮ সালের শেষ দিকে আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পুনরায় বৈঠকে বসবেন তিনি। বর্তমানে বৈঠকটি আয়োজনের প্রস্তুতি চলছে উভয়পক্ষে।
No comments:
Post a Comment