ভাইয়ের মৃত্যুর পর ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে কারাগার থেকে সাময়িকভাবে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।
সাও পাওলো অঙ্গরাজ্যে একটি সামরিক ঘাঁটিতে তার ভাই মারা গেছেন। ভাইয়ের মৃতদেহ শেষবার দেখতে যাওয়ার জন্য লুলা ছাড়া পেলেন।
দুর্নীতি ও ঘুষ গ্রহণের দায়ে ২০১৭ সালে বামপন্থি নেতা লুলাকে ১২ বছরের কারাদণ্ড দেয় ব্রাজিলের একটি আদালত।
রাষ্ট্রীয় তেল কোম্পানি পেত্রোব্রাসের ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ইঞ্জিনিয়ারিং ফার্ম ওএএস এর কাছ থেকে ঘুষ হিসেবে সমুদ্রতীরে বিলাসবহুল একটি অ্যাপার্টমন্ট গ্রহণ করার অভিযোগে আদালতে লুলা দোষীসাব্যস্ত হয়েছেন।
তার বিরুদ্ধে দুর্নীতির আরও চারটি অভিযোগ রয়েছে।
২০০৩ সালে ক্ষমতায় আসা লুলা ২০১১ সাল পর্যন্ত টানা আট বছর ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।
No comments:
Post a Comment