সৌদি আরবের দুর্নীতি বিরোধী অভিযান শেষে ১০ হাজার কোটি ডলার জব্দ করা হয়েছে। মঙ্গলবার সৌদি অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল মোজেব অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। খবর গার্ডিয়ানের।
তিন মাস ধরে চলা এই অভিযানে নামকরা অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, যাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ছিল তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে সম্পদ নিয়ে আত্মসমর্পণ না করায় গ্রেপ্তার করা হয়েছে রাজপরিবারের নামকরা ৫৬ সদস্যকে। সব মিলিয়ে ১০ হাজার কোটি ডলার জব্দ করা হয়েছে বলে ঘোষণা দেয়া হয়েছে।
তবে বাস্তবেই এতো পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে কিনা তা নিশ্চিত নয়। অভিযানের শুরুতে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা যে পরিমাণ সম্পদ জব্দের পূর্বাভাস দিয়েছিলেন তার চেয়ে দ্বিগুণ অর্থ জব্দ করার ঘোষণা এসেছে।
ক্ষমতায় আসার পর থেকেই সৌদিতে বিভিন্ন সংস্কার কাজ শুরু করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দুর্নীতি বিরোধী অভিযানও শুরু করেন তিনি।
No comments:
Post a Comment