এ মাসের শেষের দিকে দাভোসের সুইস আলপাইন অবকাশ কেন্দ্রে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন ব্রাজিলের নবনির্বাচিত ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটি হবে বোলসোনারোর প্রথম বিদেশ সফর। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
গত মঙ্গলবার শপথ গ্রহণের পর এসবিটি টেলিভিশনে দেয়া প্রথম ভাষণে তিনি বলেন, ‘এ সম্মেলনে অংশ নিতে আমি সুইজারল্যান্ডের দাভোসে যেতে চাই।’
এ সম্মেলনে অংশ নেয়ার সুবাদে বোলসোনারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন তিনি।
No comments:
Post a Comment