দুর্নীতি, অপরাধ ও অর্থনৈতিক অব্যবস্থাপনা বন্ধের অঙ্গীকার করে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কট্টর ডানপন্থী নেতা জাইর বলসোনারো।
অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণে জাইর বলসোনারো বৈষম্যবিহীন সমাজ গড়ারও প্রতিশ্রুতি দেন। অভিষেক অনুষ্ঠানের পর মন্ত্রিসভার নাম ঘোষণা করেন তিনি।
গত ২৮ অক্টোবরের নির্বাচনে বামপন্থী ওয়ার্কার্স পার্টির ফার্নান্দো হাদ্দাদকে হারিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক সেনা কর্মকর্তা বলসোনারো। কংগ্রেসের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিসে সাতবার দায়িত্ব পালন করেন তিনি।
এদিকে, অভিষেক অনুষ্ঠানে বলসোনারোর দেওয়া ভাষণের প্রশংসা করে তাঁর পাশে থাকার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
No comments:
Post a Comment