Social Icons

Wednesday, January 2, 2019

শপথ নিলেন ‘ব্রাজিলের ট্রাম্প’


প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ব্রাজিলের কট্টর ডানপন্থী নেতা জেইর বোলসোনারো। শপথের পর দেয়া বক্তৃতায় বামপন্থী মতবাদ, দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের ঘোষণা দিয়েছেন ‘ব্রাজিলের ট্রাম্প’ নামে পরিচিত এই নেতা। বিবিসি।



নির্বাচনী প্রচারণায় বর্ণবাদী, সমকামী ও নারীবিদ্বেষী বক্তৃতা দিয়ে সমালোচিত হয়েছিলেন বোলসোনারো। বারবার ঈশ্বরের নাম নিয়ে কথা বলতেন তিনি। এক পর্যায়ে প্রচারণা চালানোর সময় ছুরিকাঘাতের শিকার হওয়ার পর তার জনপ্রিয়তা প্রায় ২৮ শতাংশ বেড়ে যায়।

শপথের পর ভাষণে বোলসোনারো বলেন, ‘ব্রাজিল সমাজতন্ত্র থেকে মুক্তির পথে হাঁটা শুরু করেছে। আমরা গত এক দশকে বামদের সৃষ্ট আইনকানুন বাতিল করবো।’

শপথ গ্রহণের পর ব্রাজিলের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বোলসোনারোকে অভিনন্দন। আপনি এইমাত্র সুন্দর উদ্বোধনী ভাষণ দিয়েছেন। যুক্তরাষ্ট্র আপনার সাথে আছে।’

আরও পড়ুনঃ দলের প্রার্থীদের ঢাকায় ডাক বিএনপির

বোলসোনারোর প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়ে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় গণতান্ত্রিক এই দেশটিতে ডানপন্থী দলের আবির্ভাব হলো। এর আগে ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৩ বছর দেশটিতে ক্ষমতায় ছিল বামপন্থী ওয়ার্কার্স পার্টি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates