ব্রাজিলের শুরু হল বিশ্বের সবচেয়ে বর্ণিল কার্নিভাল। ল্যাটিন আমেরিকার বৃহত্তম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই কার্নিভালের জন্য বিখ্যাত।
আজ ১ তারিখ প্রতি বছরের ন্যায় এবারো পৃথিবীব্যাপী বৃহত্তম এই মহোৎসব যা উদযাপন করতে বিভিন্ন দেশের লক্ষ লক্ষ জনগণ ব্রাজিলে এসে একসাথে উপভোগ করতে তাদের নগরীর রাস্তায় নেমে আসে ।
বিশেষত রিও ডি জেনিরোর রাস্তা পূর্ণ হয়ে যায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত প্যারেডে। শহরটির সাম্বা নাচের স্কুলগুলো রংবেরঙের পোশাক আশাকে সাম্বা নাচের প্রতিযোগিতায় অংশ নেয়। এ বছরের বিজয়ী দল আগামী বছর রিও কার্নিভালে সাম্বা নাচের নেতৃত্ব দেবে। ব্রাজিলে এই কার্নিভাল সংস্কৃতি তার নিজস্ব বৈশিষ্ট, জৌলুশ এবং সুনামের ধারাবাহিকতা রক্ষা করে।
বিশেষত রিও ডি জেনিরোর রাস্তা পূর্ণ হয়ে যায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত প্যারেডে। শহরটির সাম্বা নাচের স্কুলগুলো রংবেরঙের পোশাক আশাকে সাম্বা নাচের প্রতিযোগিতায় অংশ নেয়। এ বছরের বিজয়ী দল আগামী বছর রিও কার্নিভালে সাম্বা নাচের নেতৃত্ব দেবে। ব্রাজিলে এই কার্নিভাল সংস্কৃতি তার নিজস্ব বৈশিষ্ট, জৌলুশ এবং সুনামের ধারাবাহিকতা রক্ষা করে।
এ বছর রিও ডি জেনিরো উদযাপন করছে ৪৫৩ বছর পূর্তি উৎসব। ৫ দিনের এই উৎসব শেষ হবে আগামী মঙ্গলবার।
এ সময় উৎসব চলাকালীন সব ধরনের সরকারি ও বেসরকারি অফিস, স্কুল, কলেজ ইত্যাদি বন্ধ থাকে।
বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কট বা ব্রাজিলের নিজস্ব দৈনন্দিন কোন সঙ্কট থাকুক প্রথাগত এই মহোৎসব প্রতিবার চলবেই।
এ সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে এই উৎসবে অংশগ্রহন করতে, যার ফলে দেশটির প্রচুর রাজস্ব আয় হয়।
No comments:
Post a Comment