Social Icons

Saturday, March 9, 2019

কেয়ারটেকার নিয়োগ, বেতন ১ কোটি ৯ লাখ টাকা!


ক্যালিফর্নিয়ার স্যান রাফায়েল বে’র উপরেই রয়েছে ইস্ট ব্রাদার আইল্যান্ড। রযেছে সুন্দর একটি লাইটহাউজও। জানা যায়, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি উল্লেখযোগ্য লাইটহাউজের মতো এই বাতিঘরটিও নির্মাণ করেছিলেন পল জে পেলজ। এখানে প্রথমবার আলো জ্বালানো হয়েছিল ১৮৭৪ সালের ১ মার্চ।
প্রযুক্তির বাড়বাড়ন্তে লাইটহাউজের এখন আর প্রয়োজন হয় না। ফলে বেশির ভাগ বাতিঘরই এখন পর্যটকস্থল হয়ে উঠেছে। বাদ পড়েনি ‘ইস্ট ব্রাদার আইল্যান্ড লাইটহাউজ’টিও। 
ইস্ট ব্রাদার আইল্যান্ডের লাইটহাউজ কিপারের বসত বাড়িটি ১৯৮০ সাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। পর্যটকরা যাতে এখানে এসে থাকতে পারেন, সে জন্য গঠন করা হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থাও।
সপ্তাহে চার দিনের জন্য পর্যটকদের খুলে দেওয়া হয় ইস্ট ব্রাদার আইল্যান্ডটি। তাদের সেবার জন্য সেখানেই থাকেন সংস্থার কর্মচারীরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদন থেকে জানা যায়,  এই দ্বীপে কেয়ারটেকার পদে লোক নেওয়া হবে বলে জানা গেছে। সপ্তাহে চার দিন তাদের কাজ করতে হলেও থাকতে হবে ওই দ্বীপেই। 
মূল ভূখণ্ড থেকে পর্যটকদের নিয়ে আসা বা তাদের ফেরত নিয়ে যাওয়াও কেয়ারটেকারের দায়িত্ব। এছাড়া অতিথিদের আপ্যায়ন তো রয়েছেই। এই কাজের জন্য বেতন দেওয়া হবে ১,৩০,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯ লাখ ৩৬ হাজার টাকা।
স্বাভাবিকভাবেই প্রচুর দরখাস্ত পড়েছে সংস্থার কাছে। জানা গেছে, কেয়ারটেকারের পদের জন্য তিনটি বিশেষ গুণ দাবি করা হয় সংস্থার পক্ষ থেকে— 
১। আগেও এমন কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন
২। কোস্ট গার্ড কমার্শিয়াল বোট চালানোর লাইসেন্স থাকা প্রয়োজন
৩। সর্বোপরি, বিবাহিত না হলে কোনও ভাবেই এই পদের জন্য কেউ যেন আবেদন না করেন।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রথম দু’টিতে উত্তীর্ণ হলেও বেশিরভাগ প্রার্থীই বাদ পড়ে যাচ্ছেন ওই তৃতীয় শর্তের জন্য। প্রসঙ্গত, কেয়ারটেকারের পদের জন্য নেওয়া হবে মাত্র দু’জন ব্যক্তিকে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates