Social Icons

Sunday, October 7, 2018

ঝুঁকির মুখে সাড়ে ১০ কোটি ভোটারের তথ্য

বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) সংরক্ষিত ভোটারদের যাবতীয় তথ্য সম্বলিত দুটি ডাটা সেন্টারের মধ্যে স্বয়ংক্রিয় যোগাযোগ না হওয়া, কিছু যন্ত্রপাতি বিকল ও নষ্ট হয়ে যাওয়ায় ঝুঁকির মধ্যে রয়েছে ১০ কোটি ৪১ লাখ ভোটারের তথ্যসহ যাবতীয় ডাটাবেজ। সম্প্রতি ইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিশনের ডাটা সেন্টার স্থানান্তর ও কৌশল গ্রহণ সংক্রান্ত এক সভার কার্যবিবরণী থেকে এ তথ্য উঠে এসেছে।
সভায় কার্যবিবরণী থেকে জানা যায়, ভোটার তালিকা ও ভোটারদের জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ তথ্য সংরক্ষণে তথ্য সংরক্ষণাগার (ডিসি) এবং ব্যাকআপ তথ্য সংরক্ষণাগার (ডিআরএস) নামে দুটি ডাটা সেন্টার পরিচালনা করে ইসি। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)’তে ডিআরএস ডাটা সেন্টার ও ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ভবনে ডিসি ডাটা সেন্টারটি স্থাপিত আছে। গত ৯ সেপ্টেম্বর ইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় ডাটা সেন্টার দুটিতে বিদ্যমান বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে উঠে এসেছে—বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে থাকা ডিআরএস ডাটা সেন্টারটির স্টোরেজ পরিপূর্ণ হয়ে গেছে। স্টোরেজ পূর্ণ হওয়ায় ডিসি ও ডিআরএস-এর মধ্যে রিয়েল টাইম সিনক্রোনাইজেশন বন্ধ রয়েছে।
অন্যদিকে ইসলামি ফাউন্ডেশন ভবনে স্থাপিত ডিএস ডাটা সেন্টারে ৫টি সমস্য দেখা দিয়েছে। সেগুলোর মধ্যে আছে—ডাটা সেন্টারে ব্যবহ্যত সকল হার্ডওয়্যার, সার্ভার এবং অনান্য ইকুইপমেন্টের (এসি এবং ইউপিএস) লাইফ টাইম (মেয়াদ) শেষ হয়ে গেছে। বিদ্যমান জেনারেটরের ব্যাকআপ পর্যাপ্ত না থাকায় যে কোনো মুর্হূতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। ওরাকল এক্সডাটা মেশিনের আটটি ডাটাবেজের সার্ভারের মধ্যে তিনটি ক্রিটিক্যাল ওয়ার্নিং (বিপদ সংকেত) দিচ্ছে।
এ ছাড়াও ১৪টি স্টোরেজ সার্ভারের ৫৫টি ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে ৯টি ফ্ল্যাশ ড্রাইভ বিকল হয়ে গেছে। এতে করে ডাটাবেজের কর্মক্ষমতা কমে যাওয়ায় জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন সেবা দিতে সমস্যা হচ্ছে। ডাটা সেন্টারটি পরিকল্পনা মাফিক তৈরি না হওয়ায় এখানে স্থান সংকুলান হচ্ছে না। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন ভবনের ডাটা সেন্টারটির ফ্লোরে বিভিন্ন প্রকল্পের মালামাল ও বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় এটি অত্যান্ত ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।
উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বও অনুষ্ঠিত ইসির ডাটা সেন্টার স্থানান্তর ও কৌশল গ্রহণ সংক্রান্ত সভায় ইসি সচিবালয়ের কর্মকর্তা ও প্রযুক্তিবিদ, ধর্ম মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বিসিসি, আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates