ভেনিজুয়েলার ভার্চুয়াল মুদ্রা পেট্রো আন্তর্জাতিক বাজারে ছাড়া হয়েছে গত সোমবার থেকে। পেট্রোর প্রচলন উপলক্ষে অয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, পেট্রোর মার্কেটিংয়ের কাজ করছে ছয়টি আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস।
দেশটির সরকারের প্রত্যাশা, এই ভার্চুয়াল মুদ্রা প্রচলনের ফলে তেল নিয়ে চলমান দর কষাকষির অবসান হবে। মুদ্রামান পুনরায় ফিরে আসবে বলেও বিশ্বাস তাদের।
এছাড়া দেশটির খনিজ এবং অপরিশোধিত তেল রিজার্ভের ক্ষেত্রে সহায়তা করবে এই মুদ্রা। ভেনিজুয়েলা প্রথম দেশ, যারা বিট কয়েনের আদলে পেট্রো নামে নিজস্ব ভার্চুয়াল মুদ্রার প্রচলন করল।
যদিও সমালোচকদের অনেকেই মুদ্রা হিসেবে পেট্রোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের ভাষ্য, সাংবিধানিকভাবে মুদ্রা হিসেবে শুধু বলিভারই বৈধ।
No comments:
Post a Comment