গুয়াতেমালার সাবেক ভাইস প্রেসিডেন্ট রক্সানা বালডেট্টিকে অর্থ আত্মসাতের মামলায় ১৫ বছর ৬ মাস কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
সরকারি আইনজীবীরা বলছেন, বালডেট্টি একটি খাল দূষণমুক্ত করার নামে সরকারি তহবিল থেকে লাখ লাখ অর্থ আত্মসাৎ করেছেন। খালটি দূষণমুক্ত করতে লবণ ও ক্লোরিন ব্যবহার করা হয়েছিল।কিন্তু খালটির পানি দূষণমুক্ত করার ক্ষেত্রে এই রাসায়নিক পদার্থ দু’টি অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। অর্থ আত্মসাতের এই কেলেঙ্কারিটি পরবর্তীতে ‘ম্যাজিক ওয়াটার’ কেলেঙ্কারি নামে পরিচিতি পায়।
এদিকে, খালটি দূষণমুক্ত করার চুক্তির মধ্যস্থতা করেন বালডেট্টির ভাই, মারিয়ো বালডেট্টি। কিন্তু মারিয়ো কোন সরকারি পদে আসীন নন। মামলায় তার ১৩ বছরের কারাদণ্ড হয়েছে। -বিবিসি
No comments:
Post a Comment