পানামা খাল দিয়ে সদ্য সমাপ্ত ২০১৮ অর্থবছরে ৪৪ কোটি ২০ লাখ টন পণ্য পরিবহন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ সত্ত্বেও এ রেকর্ড পরিমাণ পণ্য পরিবহন হয়। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান।
পানামা খাল প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, পণ্য পরিবহনের এ পরিমাণ গত বছরের তুলনায় সাড়ে ৯ শতাংশ বেশী। এতে বলা হয়, ‘২০১৭ সালের ১ অক্টোবর থেকে ২০১8-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থবছরে ৪৪ কোটি ২১ লাখ টন পণ্য পরিবহন হয়। পানামা খাল দিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড।’
বিশ্বের জলপথ বাণিজ্যের মোট পণ্য প্রায় ৫ শতাংশ পানামা খাল দিয়ে অতিক্রম করে। এসব পণ্যের প্রায় দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র থেকে আনা-নেয়া করা হয়।
পানামা খাল ব্যবহারকারী দুই প্রধান দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ সত্ত্বেও সদ্য সমাপ্ত অর্থ বছর এ রেকর্ড অর্জিত হয়। উল্লেখ্য, ২০১৭ সালে খালটি দিয়ে এই দুই দেশের মোট পণ্য পরিবহনের পরিমাণ ছিলো ৮৬ শতাংশ।
পানামা খাল প্রশাসক সম্প্রতি জানান যে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বিরোধের কারণে আসছে বছর খাল কর্তৃপক্ষ ৫ কোটি ডলার রাজস্ব হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে।-এএফপি।
No comments:
Post a Comment