ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পরিচালিত এক জরিপে এগিয়ে আছেন বামপন্থী ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফার্নান্দো হাদ্দাদ। শুক্রবার প্রকাশিত ডাটাফোলহা নামের একটি সংগঠনের জরিপে বলা হয়েছে, আগামী মাসের নির্বাচনে উগ্র ডানপন্থী জেয়ার বলসোনারোকে হারাতে যাচ্ছেন তিনি। এদিকে নির্বাচনে পরাজিত হলে ফলাফল বর্জনের হুমকি দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা থেকে প্রেসিডেন্টের দৌড়ে এগিয়ে আসা বলসোনারো। খবর রয়টার্স।
নয় হাজারের বেশি ভোটারের ওপর পরিচালিত জরিপের ফলাফলে বলা হয়েছে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ৪৫ শতাংশ ভোট পেতে পারেন হাদ্দাদ, যেখানে বলসোনারোর বাক্সে পড়তে পারে ৩৯ শতাংশ ভোট। বাকি ভোটাররা হয় সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা ভোট বাতিল করার কথা ভাবছেন। ব্রাজিলে ভোটাধিকার প্রয়োগ বাধ্যতামূলক।
ব্রাজিলে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠ ভোট না পেলে দ্বিতীয় দফা নির্বাচন দিতে হয়। যদি আগামী ৭ অক্টোবরের নির্বাচনে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠ ভোট না পান, তাহলে দ্বিতীয় দফা ভোটগ্রহণ হবে।
No comments:
Post a Comment