ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে রাজনীতিবিদ বাহরাম সালিহ’কে নির্বাচিত করেছেন দেশটির আইনপ্রণেতারা। রাষ্ট্র পরিচালিত টেলিভিশনের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
সালিহ পূর্বে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ও ইরাকের ফেডারেল সরকারের উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন মধ্যপন্থী হিসেবে পরিচিত। মঙ্গলবার দুই প্রধান কুর্দি দলের মধ্যকার এক বিরোধে ভোট গ্রহণ দেরিতে শুরু হয়। ফলে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত প্রার্থীর সংখ্যা নেমে আসে ২০ জনে। সেখান থেকে সালিহ নির্বাচিত হন।
শিয়া আইনপ্রণেতা হামিদ আল-মৌসাওয়ি জানিয়েছেন, কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি ও দ্য প্যাট্রিওটিক ইউনিয়ন অফ কুর্দিস্তান একজন একক প্রার্থীর বিষয়ে সম্মত হতে দেরি হওয়ায় ভোট গ্রহণ দেরিতে শুরু হয়।
ব্যাপক ভোট ব্যবধানে জয়ী হয়েছেন সালিহ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফুয়াদ হোসেইন পেয়েছেন ২২ ভোট আর সালিহ পেয়েছেন ২১৯ ভোট।
উল্লেখ্য, নতুন প্রেসিডেন্টকে আগামী ১৫ দিনের মধ্যে সরকার গঠনের জন্য পার্লামেন্টের সবচেয়ে বড় অংশের মনোনীত প্রার্থীকে দায়িত্ব দিতে হবে। -আল জাজিরা
No comments:
Post a Comment