Tuesday, October 2, 2018
ব্রাজিলে আকরিক লোহা উত্তোলন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে মাইনিং জায়ান্ট ভেল এসএ।
ব্রাজিলে আকরিক লোহা উত্তোলন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে মাইনিং জায়ান্ট ভেল এসএ। চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোয় উচ্চমানের আকরিক লোহার ক্রমবর্ধমান চাহিদা মেটানোর উদ্দেশ্য নিয়েই এ পরিকল্পনা বাস্তবায়ন করছে ব্রাজিলভিত্তিক বহুজাতিক খনিজ পণ্য উত্তোলনকারী প্রতিষ্ঠানটি। ভেল এসএর এক কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে। খবর মাইনিংডটকম।
বিশ্বে ইস্পাত ও ইস্পাতজাত পণ্যের শীর্ষ ভোক্তাদেশ চীন। দেশটির ইস্পাত শিল্পে প্রতি বছর প্রচুর পরিমাণে আকরিক লোহার প্রয়োজন পড়ে। নিজস্ব উত্তোলনের বাইরেও অস্ট্রেলিয়া ও ব্রাজিলসহ কয়েকটি দেশ থেকে আমদানির মাধ্যমে খনিজ পণ্যটির চাহিদা মেটায় চীন। বর্তমানে পরিবেশগত কারণে উচ্চমানের ও পরিবেশের কম দূষণকারী আকরিক লোহা আমদানির দিকে ঝুঁকে পড়েছে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো। এ বিষয়টিরই ফায়দা ওঠাতে চাইছে ভেল এসএ।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment