Social Icons

Saturday, March 2, 2019

হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় পাইলটের পাশে কে ওই মহিলা?

হস্তান্তর অনুষ্ঠানে পাকিস্তানে নিয়োজিত ভারতের এয়ার অ্যাটাশে গ্রুপ ক্যাপ্টেন জে ডি কুরিয়েন ও পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর (ভারত) ফারেহা বুগতির সাথে পাইলট অভিনন্দন - ছবি : সংগ্রহ
শুক্রবার পাকিস্তান থেকে ফেরত দেয়া হয়েছে সেখানে হামলা করতে গিয়ে আটক হওয়া ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। ওয়াগা সীমান্তে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন পাকিস্তানের এক নারী কর্মকর্তা।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা লিখেছে, উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের পাশাপাশি হাঁটতে হাঁটতে হাসি মুখে কথাও বলতে দেখা গিয়েছে তাকে। একেবারে সীমান্তের ‘জিরো লাইন’ পর্যন্ত তিনি এসেছেন অভিনন্দনের পাশে। অভিনন্দনের দেশে ফেরার প্রতিটি মুহূর্ত দেখার জন্য যখন টানটান উত্তেজনায় টেলিভিশনে চোখ রেখেছিল ভারতীয়রা। তখন ওই মহিলার পাশাপাশি অভিনন্দনকে সীমান্তের জিরো লাইনের দিকে এগিয়ে আসতে দেখে শুরু হয়ে যায় ফিসফাস। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এক মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ বলেন ‘উনি অভিনন্দনের স্ত্রী বা তার পরিবারের কোনও সদস্য’। এও প্রশ্ন ওঠে, তাই বা হয় কী ভাবে? তা হলে কি অভিনন্দনকে ফিরিয়ে আনার জন্য পাকিস্তান সরকারই তার স্ত্রীকে তড়িঘড়ি নিয়ে গিয়েছিল ইসলামাবাদে?
সেই জল্পনাকল্পনার সূত্র ধরেই শুরু হয় খোঁজ নেয়া। জানা যায়, ওই মহিলার নাম ফারিহা বুগতি। পাকিস্তানের ফরেন সার্ভিসের এক জন ডাকসাইটে অফিসার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন পাকিস্তানের জন্য রয়েছে আলাদা বিভাগ, দফতর। তেমনই পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়েও রয়েছে ভারত বিষয়ক আলাদা একটি বিভাগ। ফারিহা বুগতি সেই বিভাগের ডিরেক্টর।
ওয়াগা সীমান্তের জিরো লাইন পর্যন্ত গিয়ে অভিনন্দনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে নিরাপদে তুলে দেওয়ার দায়িত্বটা বর্তেছিল বুগতির কাঁধেই। এছাড়া পাকিস্তানে বর্তমানে যে ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবের বিচার চলছে তার মামলাটি রয়েছে যে গুটিকয়েক শীর্ষ স্তরের পাকিস্তানি আমলার হাতে, বুগতি তাদেরই একজন। তার বাড়ি পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে।
১৪ বছর আগে ২০০৫ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেন ফারিহা বুগতি।। তারপর ধূমকেতুর মতো উত্থানে আর দেরি হয়নি উচ্চশিক্ষিত বুগতির। দু’বছরের মধ্যেই ২০০৭ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দফতরের সহকারী কর্মকর্তা হয়ে যান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ে এখন যে মোট ৪৫ জন মহিলা অফিসার রয়েছেন, তাদের মধ্যে বালুচিস্তানের প্রতিনিধি রয়েছেন একজনই। তিনি ফারিয়া বুগতি।
তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, কিছু দিনের মধ্যেই পাকিস্তান ছাড়ছেন বুগতি। যাচ্ছেন সুইজারল্যান্ডের জেনেভায়, পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি হিসেবে সেখানে যোগ দেবেন ফাহিরা বুগতি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates