ব্রাজিলে বাঁধ ধসের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে বিশ্বের সবচেয়ে বড় আকরিক লৌহ খনিজ কোম্পানি ভালি। জানুয়ারির শেষ দিকে সংঘটিত এ দুর্ঘটনার পর ফেব্রুয়ারিতে খনিজপণ্যটির রফতানি বাড়িয়েছে ব্রাজিল। ফেব্রুয়ারির ২২ তারিখ পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় অতিরিক্ত ৭ দশমিক ৮ শতাংশ আকরিক লোহা রফতানি করেছে দেশটি। খবর মাইনিংডটকম।
দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২০১৯ সালের ১-২২ ফেব্রুয়ারি প্রতিদিন গড়ে ১৪ লাখ টন আকরিক লোহা রফতানি করেছে ব্রাজিল, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে ভালি বাঁধ দুর্ঘটনার রেশ কাটিয়ে দেশটি ঘুরে দাঁড়াতে চাইছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
জানুয়ারির শেষ দিকে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের করেগো দো ফেইয়ার কমপ্লেক্স বাঁধ ধসে অর্ধশতের বেশি মানুষ নিহত হয়। এ ঘটনায় ভালির প্রায় ৩০০ কোটি ডলারের সম্পদ জব্দ করে ব্রাজিল সরকার।


No comments:
Post a Comment