Social Icons

Monday, March 4, 2019

স্বামীর অসমাপ্ত কাজ সম্পন্ন করে মসজিদ সাজালেন স্ত্রী


তুরস্কের সাকরিয়া প্রদেশের সুগৎলু জেলা শহরে এক নবনির্মিত মসজিদে অলংকরণের কাজ করছিলেন এক আরবীয় ক্যালিওগ্রাফার।
তার সুনিপুন শৈল্পিক হাতে মসজিদের দেয়াল, দরজা এক অনন্য দৃষ্টিনন্দন স্থাপনায় রুপ নিচ্ছিল। দেয়ালে দেয়ালে ফুটে উঠছিল পবিত্র কোরআনের আয়াত ও আরবী হরফের দৃষ্টিনন্দন কারুকাজ।
কিন্তু কাজ অসমাপ্ত রেখে হঠাতই ওই আরবীয় ক্যালিওগ্রাফার মারা যান। নতুন নিযুক্ত ক্যালিওগ্রাফার একইরকম কাজ করতে অপারগতা প্রকাশ করে।
এতে চিন্তিত হয়ে পড়েন মসজিদ কর্তৃপক্ষ।
এসময় ওই আরবীয় ক্যালিওগ্রাফারের স্ত্রী মসজিদ কর্তৃপক্ষকে জানান, তিনি তার স্বামীর মতই কাজ করতে সক্ষম।
এরপর কর্তৃপক্ষ তার হাতেই তুলে দেয় মসজিদের অলঙ্করণের কাজ। অতঃপর স্বামীর অসমাপ্ত কাজটি তিনি দক্ষতার সঙ্গেই সমাপ্ত করেন।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন, স্বামীর অসমাপ্ত কাজ অসামান্য দক্ষতার সঙ্গে সুসম্পন্ন করেছেন ওই নারী। মৃত ক্যালিওগ্রাফারের মতোই তার স্ত্রীর কাজগুলো বেশ আকর্ষিত ও দৃষ্টিনন্দন হয়েছে বলে জানান তারা।
তুরস্কের জনপ্রিয় পত্রিকা শাফাক ও আনাদোলুতে প্রকাশ, মসজিদ অলঙ্করণের কাজ অসমাপ্ত অবস্থায় হঠাতই মারা যান প্রথমে নিযুক্ত এক ক্যালিওগ্রাফার। তার মৃত্যুর পর স্ত্রীর হাতে আঁকা কোরআনের আয়াতের ক্যালিওগ্রাফি ও আলপানাগুলোতে যেন মৃত স্বামীরই অনন্য প্রতিভা ফুটে ওঠে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates