মালয়েশিয়ায় প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে অবৈধ অভিবাসীদের। বিশেষ করে বাংলাদেশি বা অন্যান্য দেশের জনবহুল এলাকাগুলোতে অভিযান জোরদার করা হয়েছে।
দেশটির সংশ্লিষ্টরা বলছেন, দেশের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা চলমান অভিযান অব্যাহত রেখেছেন। এর ধারাবাহিকতায় রাজধানী কোয়ালালামপুরের পার্শ্ববর্তী সেলাঙ্গরের সবচেয়ে বড় কাঁচাবাজারে ৩ রোববার চালানো হয় বিশেষ অভিযান। ৫০ জনের পুলিশের বিশাল বাহিনী নিয়ে পুরো বাজার এলাকাকে ঘিরে ফেলে।
আর এ অভিযানে ১৩ জন বাংলাদেশি, মিয়ানমারের ৫০ এবং ইন্দোনেশিয়ার ১০ জনকে গ্রেফতার করে। অনেকেই দৌড়ে পালাতে চাইলেও সে সুযোগ আর হয়নি।
সারডাং পুলিশের সহকারী কমিশনার ইসমাইল বোরহান জানান, এ অভিযানে ১০৭ জনকে আটক করে যাচাই-বাছাই শেষে গ্রেফতার করা হয় ৭৩ জনকে। আটকৃতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৬০ বছর।
এদিকে ৩ মার্চ মালয়েশিয়ার বহুল প্রচারিত দৈনিক উতুসানের প্রথম পাতায় একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয় বিদেশি ব্যবসায়ীদের নিয়ে। শিরোনামটি ছিল আর কতকাল বিদেশিদের হাতে থাকবে ব্যবসা। কীভাবে তারা এ দেশে এসে ব্যবসা করে? এর সূত্র ধরে বিদেশি শবজি ব্যবসায়ীদের ব্যবসাপ্রতিষ্ঠানেও চলে তল্লাশি।
No comments:
Post a Comment