বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশে ও দেশের বাইরে ভয়েস কল, ভিডিও কলসহ বিভিন্ন লেখা তথ্য পাঠানো যায়।
যোগাযোগের এই মাধ্যমগুলোতে আমরা ব্যক্তিগত ছবি, তথ্য বা ভিডিও পাঠিয়ে থাকি। নিরাপদ থাকতে সেগুলো ডিলিট করতে চাই। তবে হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো তথ্য ডিলিট করতে হলে চাপ দিয়ে ডিলিট করা যায়। এখন ফেসবুকের ক্ষেত্রে সেটি হতে যাচ্ছে।
এবার ফেসবুক মেসেজিং অ্যাপে ‘আনসেন্ড’ অপশন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাত্র ১০ মিনিটে প্রেরক তা ‘চ্যাট থ্রেড’ থেকে ডিলিট করতে পারবেন।
ডেইলি ন্যাশন পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকে এটি কার্যকর করা হবে।
জানা গেছে, আইওএস ও অ্যানড্রয়েডে মেসেঞ্জারের লেটেস্ট ভার্সন আপডেট করার সঙ্গেই নতুন এই ফিচার অটো চালু হবে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ফেসবুক ব্যবহারকারীর কাছে ‘রিমুভ ফর ইউ’, অন্যটি ‘রিমুভ ফর এভরিওয়ান’ নামে দুটি অপশন দেয়া হবে।
No comments:
Post a Comment