স্টেসি নাভারেত নামের ২৩ বছর বয়সী নারী যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার পরিবারের লোকজন এবং তার বন্ধুরা ভেবেছিল যে, তিনি তার মুসলিম স্বামীর মন পাওয়ার জন্য এমনটি করেছেন।
মেক্সিকো এবং পুয়ের্তো রিকান বংশোদ্ভূত নাভারেত বলেন, ‘আমার বন্ধু এবং আমার পরিবারের লোকজন ভেবেছিল আমি মগজ ধোলাইয়ের শিকার হয়েছি, কিন্তু আসলে এরকম কোনো কিছুই ঘটে নি। প্রথমে আমার পিতামাতা এ বিষয়টি বুঝতে পারে নি, কিন্তু আমি শুধুমাত্র মজা তথা আনন্দ করার জন্য ইসলাম গ্রহণ করিনি এমনটি জানতে পেরে তারা এখন এ বিষয়টি গ্রহণ করে নিয়েছেন।’
স্টেসি নাভারেত নামের এই নারী যুক্তরাষ্ট্রের ৩.৩ মিলিয়ন মুসলিমের মত দেশটিতে বেড়ে উঠেছেন এবং সেখানকার সেন্ট লুইস নামক শহরে বসবাস করেন। তিনি একই সাথে দেশটির ৬ শতাংশ লাতিনো মুসলিমের একজন।
প্রসঙ্গত, ২০১১ সালে Pew গবেষণা কেন্দ্রের করা এক পরিসংখ্যানে দেখা যায় যে, যুক্তরাষ্ট্রের মোট মুসলিমের ২০ শতাংশ হচ্ছেন ধর্মান্তরিত মুসলিম। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো জানিয়েছে যে, গত শতাব্দীতে একমাত্র ইসলাম ধর্মই ছিল সবচেয়ে দ্রুত বিকশিত হওয়া একটি ধর্ম।
স্টেসি নাভারেত বলেন, ‘ট্রাম্পের আমেরিকায় বসবাস করা খুবই ভয়ের। আমি সাধারণত হিজাব পরিধান করি না যাতে করে লোকজন আমার পরিচয় সম্পর্কে জানতে না পারে। কিন্তু যখন আমি আমার স্বামী এবং সন্তানের সাথে থাকি তখন আমি এই ভয়ে থাকি যে, লোকজন হয়ত আমাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করবে।’
স্টেসি নাভারেত জানান, তিনি ২০১৬ সালের ডিসেম্বর মাসে তার স্বামীর সাথে বাংলাদেশ ভ্রমণে আসেন। তিনি আরো বলেন, তার স্বামী চাইছিল ট্রাম্প ক্ষমতা নেয়ার পূর্বেই যাতে তারা আবার যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারেন।
তিনি বলেন, তার ইসলামি বিশ্বাস অনুযায়ী পোশাক পরিধান করা খুবই চ্যালেঞ্জের বিষয়। ইসলামে পুরুষ এবং নারীদেরকে শালীন পোশাক পরিধান করার জন্য উৎসাহ দেয়া হয়েছে। পবিত্র কুরআন অনুযায়ী, নারীদেরকে তাদের চুল এবং বক্ষদেশ ঢেকে রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে নারীদের প্রতি আঁটসাঁট পোশাক পরিধান করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
সূত্র: মিক ডট কম।
No comments:
Post a Comment