আন্তর্জাতিক বাজারে কমেছে সয়াবিন, ভুট্টা ও গমের দাম। চলতি মৌসুমে ব্রাজিলে সয়াবিন উত্পাদন পূর্বাভাসকে ছাড়িয়ে যাবে— এমন খবরে বৃহস্পতিবার নিম্নমুখী হয়েছে শস্যটির দাম। ভুট্টার দরপতনের ক্ষেত্রেও একই বিষয় কাজ করেছে। আর সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় কমেছে গমের দাম। খবর এগ্রিকালচার।
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) বৃহস্পতিবার বুশেলে প্রায় ১৪ সেন্ট দাম কমেছে সয়াবিনের। আগামী মে মাসে সরবরাহ চুক্তিতে শস্যটি বুশেলপ্রতি লেনদেন হয়েছে ১০ ডলার ৩৭ সেন্টে। কমেছে সয়া মিলের দামও। টনপ্রতি ৪ ডলার ৮০ সেন্ট দাম কমেছে পণ্যটির। ভবিষ্যত্ সরবরাহ চুক্তিতে প্রতি টন সয়া মিল বিক্রি হয়েছে ৩৩৪ ডলার ৫০ সেন্টে। একইভাবে পাউন্ডে দশমিক ৫৯ সেন্ট দাম কমেছে সয়াবিন তেলের। প্রতি পাউন্ড সয়াবিন তেল বিক্রি হয়েছে ৩৪ দশমিক ১৫ সেন্টে।
সিবিওটিতে মে মাসে সরবরাহ চুক্তিতে বুশেলে ৩ সেন্ট কমেছে ভুট্টার দাম। বৃহস্পতিবার এখানে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয়েছে ৩ ডলার ৭৮ সেন্টে। আর গমের দাম কমেছে বুশেলে ৪ সেন্ট। ভবিষ্যত্ সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গম বিক্রি হয়েছে ৪ ডলার ৫২ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসৌরির কানাস শহরে বুশেলে ৮ সেন্ট দাম কমেছে গমের। ভবিষ্যত্ সরবরাহ চুক্তিতে বৃহস্পতিবার এখানে প্রতি বুশেল গম বিক্রি হয়েছে ৪ ডলার ৬৯ সেন্টে।
যুক্তরাষ্ট্রে আগের দিন অর্থাত্ বুধবার তিনটি শস্যের দামই ঊর্ধ্বমুখী ছিল। সয়াবিনের দাম বেড়েছিল বুশেলে প্রায় ১৬ সেন্ট। একইভাবে ভুট্টা ও গমের দাম বেড়েছিল ৮ ও ১৩ সেন্ট হারে। ওইদিন যেসব বিনিয়োগকারী এসব শস্য বিক্রি করেছেন, তারা দরবৃদ্ধির কারণে বেশ লাভবান হয়েছেন। শস্যগুলো একদিন পরে বিক্রি করলে লোকসান গুনতে হতো তাদের।
সম্প্রতি এক পূর্বাভাসে বলা হয়েছে, অন্যতম শীর্ষ উত্পাদক ব্রাজিলে সয়াবিন উত্পাদন প্রত্যাশার তুলনায় বেশি হবে। চলতি মৌসুমে দেশটিতে সয়াবিন উত্পাদন ১ কোটি ৮০ হাজার টন ছাড়িয়ে যেতে পারে। আগের পূর্বাভাসে ব্রাজিলে চলতি মৌসুমে ১ কোটি ৬৫ হাজার টন সয়াবিন উত্পাদন হতে পারে বলে জানানো হয়েছিল। একইভাবে চলতি মৌসুমে ব্রাজিলে ভুট্টা উত্পাদন পূর্বাভাস ২০ লাখ টন বাড়ানো হয়েছে। এ মৌসুমে দেশটি ৯ কোটি ১০ লাখ টন ভুট্টা উত্পাদন করতে পারে। উত্পাদন বৃদ্ধির খবরে নিম্নমুখী হয়েছে এসব শস্যের দাম।


No comments:
Post a Comment