মাদ্রিদের বাঙ্গালি পাড়া লাভাপিয়াস। অনেক আগে থেকেই স্পেনের মাদ্রিদের এই এলাকাটি এক টুকরো বাংলাদেশ নামে পরিচিত। এই এলাকায় বাংলাদেশিদের পরিচালনায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই রয়েছে বাংলাদেশিদের অংশ্রগ্রহণ। এবং দীর্ঘদিন ধরে মাদ্রিদে লাভাপিয়াসে বাংলাদেশিদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
২০০৩/৪ সালের দিকে ৩/৪ হাজার বাংলাদেশি ছিল মাদ্রিদে। এখন সেই সংখ্যা বেড়ে ১০/১২ হাজারে দাঁড়িয়েছে। সংখ্যা যেমন বেড়েছে তেমনি প্রতিষ্ঠা ব্যাপ্তিও বেড়েছে কয়েকগুন। এখন এখানে শুধুমাত্র বাংলাদেশি ব্যবসায়ী আছে এই শহরে ৫/৬ হাজার। বেশ সুনামের সাথে লাভজনক বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করছে বাংলাদেশি ব্যবসায়ীরা। ১৫ বছর আগে বাংলাদেশিদের অনেকেই সাগর পাড়ি দিয়ে মাদ্রিদ পৌঁছাতো। তখন তাদের নিয়ে নানা করুণ কাহিনী সংবাদ মাধ্যমে আসলেও সম্প্রতি চিত্র পাল্টে গেছে। এখন অবশ্য সেসব অতীত। পুরনোদের কেউ কেউ কেউ মাদ্রিদ ছেড়ে গেছেন অন্যান্য দেশে।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, ইইউ ভুক্ত দেশগুলোতে যাওয়ার সুযোগ থাকায় অনেকেই কিছু দিন বসবাসের পর চলে যান নতুন আরেকটি দেশে। উন্নত জীবনের স্বপ্নে বিভোর বাংলাদেশিরা যাযাবরের মত ভিনদেশে পাড়ি দিলেও তাদের রক্তে মিশে থাকা ব্যবসা বাণিজ্য এখনও টানে। তাই অনেকেই মাদ্রিদ ছেড়ে ভিনদেশে চলে গেলেও মাদ্রিদে স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশির সংখ্যাও কম নয়। বরং আগের তুলনায় বেড়েছে।
স্থানীয় প্রবাসীরা আরও জানান, ৫/৭ বছর আগেও মাদ্রিদে বাংলাদেশি পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল বেশ কম। কিন্তু কয়েক বছরের ব্যবধানে তা বেড়েছে কয়েক গুণ। হাতে গোনা ছোট-বড় সব মিলিয়ে প্রায় পাঁচ ছয় হাজার বাংলাদেশি ব্যবাসায়ী আছে এই শহরে।
No comments:
Post a Comment