Social Icons

Friday, March 23, 2018

সৌদিকরণে অনিশ্চিত হাজার হাজার প্রবাসী’র ছেলে-মেয়ের ভবিষ্যৎ

মধ্যপ্রাচ্যের ধনী ও সম্পদশালী দেশ সৌদি আরব। সম্প্রতি সৌদি করণের ফলে দেশটি নানা আইন ও নীতিমালা হাতে নিয়েছে। যার রোষানলে পড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রবাসীরা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রবাসীদের ছেলে-মেয়েরা।যারা মা-কিংবা বাবার সুবাদে সৌদি আরবের বিভিন্ন স্কুলে অধ্যায়ন করছে।কিন্তু সম্প্রতি সৌদি আরবের কঠোরতায় মারাত্মক হুমকির মধ্যে পড়েছে হাজার হাজার এসব প্রবাসী ছেলে-মেয়ের ভবিষ্যৎ।সৌদিকরণের ফলে অনেক অভিভাবক এখন নিজ দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছে। যার কারণে প্রবাসীদের ছেলে-মেয়েরা স্কুল-কিংবা কলেজের মাঝপথ থেকে বাধ্য হয়ে চলে যাচ্ছে। সৌদিতে আর্ন্তজাতিক স্কুলগুলোর মার্চের সমাপণী পরীক্ষার মধ্য দিয়ে বন্ধ হতে চলেছে হাজার হাজার সৌদি প্রবাসী ছেলে-মেয়েদের লেখাপড়া।চাকরি বা ব্যবসার সুবাদে যেসব প্রবাসী সৌদি আরবে দীর্ঘদিন অবস্থান করছে তাদের পক্ষে সৌদি আদেশ ও নিয়ম-নীতি মেনে নিয়ে সেখানে থাকা সম্ভব নয়, কারণ আকামা ফি, বিভিন্ন সেক্টরে সৌদি নাগরিকদের নিয়োগ, প্রবাসী ব্যবসায়ীদের ব্যবসা নিষিদ্ধকরণ এবং অবৈধদের বিরুদ্ধে ধড়পাকড় অভিযান। এসব কিছু এখন প্রবাসীদের রুদ্ধশ্বাস বন্ধ করে দেওয়ার উপক্রম।
যার ফলে বহু প্রবাসী ব্যবসা বা চাকরি ছেড়ে নিজ দেশে চলে আসছেন।তবে এ ক্ষেত্রে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।কারণ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারে ত্রিশ লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছে। যারা সৌদি শ্রমিক, ব্যবসায়ী বা চাকুরিজীবি হিসেবে কর্মরত রয়েছে।আর এদের ছেলে মেয়েরা জম্মসূত্রে বা মা-বাবার সুবাদে সৌদি আরবের বিভিন্ন স্কুলে অধ্যায়ন করছে। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশটিতে ছোট-বড় আন্তর্জাতিক মান সম্পূর্ণ প্রায় ৭৫টি দেশের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।এর মধ্যে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান আছে আর্ন্তজাতিক ও দু’টি বাংলাদেশি স্কুল রয়েছে।আর এই সব স্কুলগুলোত হাজার হাজার শিক্ষার্থী অধ্যায়ন করছে।সৌদি সরকারের নতুন নতুন নিয়মের নীতিকলে আবদ্ধ হয়ে এসকল শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন হুমকির মূখে পড়েছে।কারণ এসব শিক্ষার্থীর অভিভাবক সৌদিতে ব্যবসা বা চাকুরির সাথে জড়িত।সৌদির নানা নিয়ম মেনে নিয়ে এসব পরিবারের দেশটিতে এখন আর বসবাস করা সম্ভব নয়,যার কারণে তাদের ছেলে-মেয়েদেরকে নিয়ে নিরুপায় হয়ে দেশে ফিরে আসতে হচ্ছে।সৌদি সরকারের এমন আচারণে অনেকটাই ক্ষুন্ন প্রবাসীরা।প্রবাসীদের আহবান অতি দ্রুত সৌদি আরব তার এই প্রবাসী বিদ্বেষমূলক সিদ্ধান্ত থেকে সরে আসবে। এবং প্রবাসী বান্ধব দেশ হিসেবে বরাবরের মতই নিজেদের সুনাম বিশ্ব দরবারে তুলে ধরবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates