Social Icons

Monday, March 12, 2018

ব্রাজিলের লোহা ও ইস্পাত শিল্প মার্কিন শুল্কের আঘাতে ধাক্কা খাচ্ছে ।

বিদেশ থেকে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামে মার্কিন প্রশাসন কর্তৃক বর্ধিত শুল্ক আরোপের ঘোষণায় শুরুতেই ধাক্কা খেয়েছে ব্রাজিলের লোহা ও ইস্পাত শিল্প। শুক্রবার দেশটির লোহা ও ইস্পাত শিল্পের শেয়ারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। খবর এএফপি।
যুক্তরাষ্ট্রে ইস্পাত রফতানিকারক দেশগুলোর মধ্যে কানাডার পরই রয়েছে ব্রাজিলের অবস্থান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক শুল্কহার বৃদ্ধির ঘোষণায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ব্রাজিল সরকার। ট্রাম্প প্রশাসনের আলোচিত ওই সিদ্ধান্ত মোতাবেক ইস্পাত আমদানিতে ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়ামে ১০ শতাংশ শুল্ক নির্ধারণের ঘোষণা আসে।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী অ্যালয়সিও নিউনস ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী মার্কোস হোর্হে বৃহস্পতিবার এক বিবৃতিতে সতর্ক করে বলেন, ‘নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ব্রাজিল।’
নিউনস আরো জানান, যুক্তরাষ্ট্রের গৃহীত সিদ্ধান্তের ফলে ব্রাজিল ‘মারাত্মকভাবে উদ্বিগ্ন’। এটি যে ‘দ্বিপক্ষীয় বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে এবং ব্রাজিলের রফতানি ক্ষতিগ্রস্ত করবে’, সেদিকেও ইঙ্গিত দেন তিনি।
শুক্রবার সাও পাওলোর শেয়ারবাজারে ব্রাজিলের বৃহত্তম লোহা উৎপাদক প্রতিষ্ঠান ভ্যালের শেয়ারমূল্যের পতন হয় ১ দশমিক ৩৩ শতাংশ। গার্দো ও ইউসিমাইনাসের শেয়ারমূল্যের পতন হয় যথাক্রমে ১ দশমিক ৭২ ও ১ দশমিক ৮০ শতাংশ। ট্রাম্পের ঘোষণার পর থেকেই শেয়ারমূল্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে।
ট্রাম্পের শুল্ক পরিকল্পনার বাইরে রয়েছে নাফটাভুক্ত দেশ কানাডা ও মেক্সিকো। তবে ব্রাজিল এর আওতায়। ব্রাজিল সরকারের বরাতে জানা যায়, গেল বছর ব্রাজিলের ইস্পাত রফতানির ৩২ দশমিক ৯০ শতাংশ সম্পন্ন হয়েছিল মার্কিন বাজারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত হওয়া গেছে যুক্তরাষ্ট্রের মোট ইস্পাত আমদানির ১৪ শতাংশই সম্পন্ন হয়েছে ব্রাজিলের সঙ্গে।
চলমান মার্কিন নীতি অব্যাহত থাকলে ব্রাজিল যে আর্থিক ক্ষতির মুখে পড়বে, সেটি বলে আসছে দেশটির ন্যাশনাল কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি (সিএনআই)। সংস্থাটির আশঙ্কা, প্রতি বছর ইস্পাতে ৩০০ কোটি ডলার ও অ্যালুমিনিয়াম রফতানিতে ১৪ কোটি ৪০ লাখ ডলার খোয়াবে ব্রাজিল।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates