
অভিভাসন সংকটে ব্রাজিল । প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা ,বলিভিয়া , গায়েনা ,আর্জেন্টিনা , উরগুয়ে সহ দক্ষিণ আমেরিকা ও সেটেল আমেরিকার দেশ গুলো থেকে প্রতিনিয়ত ভীর জমাচ্ছেন দক্ষিণ আমেরিকার ক্ষমতা ধর দেশ ব্রাজিলে । রাজনৈতিক আশ্রয় নিয়ে বসবাস করছেন ওই সকল অভিবাসি ।ব্রাজিলের সীমান্ত পুলিশ এর তথ্য অনুসারে বর্তমানে শুধু প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা থেকে প্রায় ৩ লক্ষ অভিবাসী ব্রাজিলে প্রবেশ করেছে ।২০১৩ থেকে ২০১৬ সালে পর্যন্ত ছিল ৭৭ হাজার । চলতি বছরে আর্জেন্টিনার ৪২৩১ জন , বলিভিয়ার ১৪১৬০ জন,পারাগুয়ের ৭৫৬ জন রিফুজি আশ্রয় নিয়েছেন ব্রাজিলে । এই শরণার্থী সংক্রান্ত সমস্যায় জরুরী সংবাদ সম্মেলন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট তেমের । অন্য দিকে জাতিসংঘের হাই কমিশনার (ইউএনএইচসিআর) ব্রাজিলকে শরণার্থী সমস্যায় সব ধরনের আশ্বাস দেন ।

তবে সরকারি দল ও বিরোধী দলের পরামর্শ ভেনিজুয়েলার সাথে ব্রাজিল সীমান্ত বন্ধ করা উচিত । শরণার্থী সমস্যায় ব্রাজিল চিন্তিত নয় । এদিকে ব্রাজিল জন্য বড় সমস্যা হল ব্রাজিলের কোন অভিবাসী এবং শরণার্থী জনগোষ্ঠী ট্র্যাক করার জন্য কোন ডিজিটাল সিস্টেম নেই। ব্রাজিলে কত শরণার্থী এবং শরণার্থী আছে তা কেউ জানে না। তাদের জাতীয়তা, বয়স বা লিঙ্গ কোন কেন্দ্রীয় তথ্য নেই সরকারের কাছে । যারা ইচ্ছে করে রিফুজি ডাটা এন্ট্রি করে তাদের হিসাব শুধু সরকার জানে । তবে চলতি বছরের মধ্যে ব্রাজিল সরকার তার সিস্টেম আপগ্রেড করতে যাচ্ছেন ।
No comments:
Post a Comment