অভিভাসন সংকটে ব্রাজিল । প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা ,বলিভিয়া , গায়েনা ,আর্জেন্টিনা , উরগুয়ে সহ দক্ষিণ আমেরিকা ও সেটেল আমেরিকার দেশ গুলো থেকে প্রতিনিয়ত ভীর জমাচ্ছেন দক্ষিণ আমেরিকার ক্ষমতা ধর দেশ ব্রাজিলে । রাজনৈতিক আশ্রয় নিয়ে বসবাস করছেন ওই সকল অভিবাসি ।ব্রাজিলের সীমান্ত পুলিশ এর তথ্য অনুসারে বর্তমানে শুধু প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা থেকে প্রায় ৩ লক্ষ অভিবাসী ব্রাজিলে প্রবেশ করেছে ।২০১৩ থেকে ২০১৬ সালে পর্যন্ত ছিল ৭৭ হাজার । চলতি বছরে আর্জেন্টিনার ৪২৩১ জন , বলিভিয়ার ১৪১৬০ জন,পারাগুয়ের ৭৫৬ জন রিফুজি আশ্রয় নিয়েছেন ব্রাজিলে । এই শরণার্থী সংক্রান্ত সমস্যায় জরুরী সংবাদ সম্মেলন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট তেমের । অন্য দিকে জাতিসংঘের হাই কমিশনার (ইউএনএইচসিআর) ব্রাজিলকে শরণার্থী সমস্যায় সব ধরনের আশ্বাস দেন ।
Tuesday, February 20, 2018
ব্রাজিলে কত অভিবাসী এবং শরণার্থী আছে সরকারের কাছে নিশ্চিত তথ্য নেই ।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment