ভুট্টা উৎপাদনকারী দেশগুলোর তালিকায় ব্রাজিলের অবস্থান বিশ্বে তৃতীয়। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ ভুট্টা রফতানি হয়। খাদ্যপণ্যটির রফতানিকারকদের তালিকায় দেশটি দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। ২০১৭ সাল শেষে দেশটিতে ভুট্টার সমাপনী মজুদ আগের বছরের তুলনায় প্রায় সাড়ে ৯ শতাংশ কমেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ব্রাজিলে ভুট্টার সমাপনী মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ১৯ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৩৯ শতাংশ কম। ২০১৬ সাল শেষে দেশটিতে ভুট্টার মজুদ ছিল ১ কোটি ১৭ লাখ ১৯ হাজার টন। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে খাদ্যপণ্যটির মজুদ কমেছে ১১ লাখ টন।
এর আগে ২০১৩ সালে ভুট্টার মজুদ ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চে পৌঁছেছিল। এ সময় দেশটিতে খাদ্যপণ্যটির মজুদ ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টনে দাঁড়িয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ।
No comments:
Post a Comment