Social Icons

Thursday, February 22, 2018

কুয়েতে বাড়ছে প্রবাসী মৃত্যুহার

 দেশে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার করে সচ্ছলতার আশায় কুয়েত যান ব্রাহ্মণবাড়িয়ার আলম। দেশটিতে তিনি একটি কোম্পানিতে কর্মী হিসেবে কাজও করছিলেন। কিন্তু প্রত্যাশা অনুযায়ী আয় করতে না পারায় হতাশ হন আলম। গত পরশু মধ্যরাতে বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা হাসপাতালে নেয়ার পথে হার্ট অ্যাটাকে মারা যান তিনি।
আলমের গ্রামের কুয়েত প্রবাসী এনামুল হক ভূঁইয়া জানান, আলম সাত লাখ টাকা খরচ করে কুয়েত যান। কিন্তু এক বছর হতে চললেও ধার শোধ করতে পারেনি। এজন্য তার দু:শ্চিন্তা হচ্ছিলো। আলমের মতো এমন প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে কুয়েতে। হার্ট অ্যাটাক, দুর্ঘটনা ও জটিল রোগে বাংলাদেশিরা মারা যাচ্ছে বেশি।
 এছাড়া বিপাকে পরে আত্মহত্যার মতো ঘটনা ঘটছে দেশটিতে। এ নিয়ে  কুয়েত-এ বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা চিন্তিত হয়ে পড়েছেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মোটিভেশনাল কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছেন তারা। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বিভিন্ন কারণে ২১৭ জন কুয়েত প্রবাসী বাংলাদেশি মারা যান। হার্ট অ্যাটাক ও জটিল রোগে মৃতের সংখ্যা বেশি হলেও কয়েকজন বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এদের মধ্যে ২১৬ জনের মরদেহ এরই মধ্যে দেশে এসেছে। তবে একজন নিহত পরিবারের সম্মতি নিয়ে কুয়েতে দাফন করা হয়েছে।
 কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, ২০১৮ সালের এ পর্যন্ত ২৩ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছে। এর মধ্যে বেশিরভাগ বাংলাদেশি স্ট্রোকে মারা গেছেন। দুই জন আত্মহত্যা ও একজন সড়ক দুর্ঘটনায় মারা যায়।
 এদিকে কুয়েতে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল হাসাবিয়ায় কালাম হোসেন (৬০) নামে এক প্রবাসী বাংলাদেশি আল-জাহরা হাসপাতালে এবং আল আমিরী হাসপাতালে ১৬ ঘণ্টা কাজ করতেন। তবে গত ছয় মাস ধরে তিনি বেকার ছিলেন। তার আকামায় (ভিসায়) সমস্যা ছিল, পরে ধার-দেনা করে ইকামা লাগিয়েছেন। এই নিয়ে দুশ্চিন্তায় থাকতেন কামাল হোসেন। গত জানুয়ারিতে স্ট্রোকে না ফেরার দেশে চলে যান কালাম।
 গত ১১ই জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সদ্য বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণ বিনা ভাড়ায় ৮৬১ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মরদেহ বহন করেছে। এর মধ্যে আবুধাবি থেকে ২৭ জন, দোহা থেকে ৮ জন, দাম্মাম থেকে ৯৩ জন, দুবাই থেকে ৫৯ জন, কুয়ালালামপুর থেকে ৬২ জন, জেদ্দা থেকে ৩২ জন, মাস্কাট থেকে ১৭৩ জন ও রিয়াদ থেকে ৩১৬ জন প্রবাসীর মরদেহ দেশে এনেছে। কুয়েত থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯১ জন প্রবাসী বাংলাদেশির লাশ পরিবহন করেছে। দুর্ঘটনাসহ নানা কারণে মৃত প্রবাসী শ্রমিকদের মরদেহ বিনাখরচে বহন করেছে এয়ারলাইন্সটি।
তবে মরদেহ বিনা খরচে আসলেও, আর যেন কোন প্রবাসীর এভাবে মৃত্যু না হয় এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates