ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা কথা না রাখায় পরমাণু সমঝোতার মাধ্যমে তেহরান লাভবান হতে পারেনি। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ইরান এ সমঝোতা থেকে সরে আসবে বলে জানিয়েছেন।
ব্রিটেনে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে তিনি এসব কথা বলেছেন।
আরাকচি বলেন, পরমাণু সমঝোতার সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি, সিরিয়া ও ইয়েমেন সংকটের কোনো সম্পর্ক নেই। এসব বিষয় সামনে এনে সমঝোতা বাস্তবায়নকে জটিল করা হচ্ছে।
তিনি বলেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র বানাতে চায় নি এবং এখনও এ ধরনের কোনো ইচ্ছে নেই। ইরান প্রথম থেকেই পরমাণু সমঝোতা মেনে চললেও আমেরিকা তা লঙ্ঘন করছে বলে তিনি জানান।
মধ্যপ্রাচ্যের চলমান সংকট প্রসঙ্গে ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক উপায়ে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হবে না। ইরান এ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে সমস্যা সমাধানে নিজেদের সদিচ্ছা তুলে ধরেছে বলে তিনি জানান। আব্বাস আরাকচি বর্তমানে ব্রিটেন সফর করছেন।
No comments:
Post a Comment