শিক্ষা প্রতিষ্ঠানে হত্যার ঘটনা বন্ধে শিক্ষকদের হাতে অস্ত্র দেওয়ার প্রস্তাব বিচার বিভাগকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাবের পর পরই ট্রাম্প জানিয়েছেন রাইফেল যেন মেশিন গান না হয়।
অস্ত্র আইনে রাশ টানার পাশাপাশি ফ্লরিডার স্কুলে বন্দুকধারীদের হামলার পর অস্ত্র তুলে দেওয়ার দাবিটাও ক্রমশ জোরালো হচ্ছে দেখে শেষমেশ এমন কথাও বলেছেন ট্রাম্প। তিনি বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন, 'বাম্প স্টক' নিষিদ্ধ করার ব্যাপারে ভাবনাচিন্তা করুন।
কী এই 'বাম্প স্টক'? বিতর্কিত সেই যন্ত্র, যার মাধ্যমে যে কোনও আধা-স্বয়ংক্রিয় রাইফেলকে পূর্ণ স্বয়ংক্রিয় রাইফেলে পরিণত করা যায়। যাতে এক মিনিটে কয়েকশো রাউন্ড গুলি ছোড়া যায়। এ ধরনের 'বাম্প স্টক' সহজলভ্য হলে বন্দুকধারীদের আরও সুবিধা হবে, এই আশঙ্কা থেকে দাবি উঠেছে তা নিষিদ্ধ করার।
ট্রাম্প অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে নির্দেশ দিয়েছেন, সেই সব যন্ত্র যা বৈধ অস্ত্রকে মেশিন গান-এ পরিণত করার ক্ষমতা রাখে, সেগুলিতে নিষেধাজ্ঞা চাপানোর জন্য আইনের কথা ভাবা হোক।
ফ্লরিডার স্কুলে 'বাম্প স্টক' ব্যবহার করা হয়নি। কিন্তু গত বছর অক্টোবরে লাস ভেগাসে বিধ্বংসী হত্যালীলায় বন্দুকধারীদের গুলির শিকার হতে হয়েছিল ৬০ জনকে। তারপর থেকেই 'বাম্প স্টক' নিয়ে বিতর্ক ক্রমশ বেড়েছে।
ট্রাম্প সেই প্রসঙ্গ টেনে বলেছেন, অ্যাটর্নি জেনারেলকে বলেছি লাস ভেগাসে যে ধরনের 'বাম্প স্টক' ব্যবহার করা হয়েছিল, সেটা বর্তমান আইনে অবৈধ কি না, সেটাও দেখুন।
গোটা আমেরিকাজুড়ে অস্ত্র আইন নিয়ন্ত্রণের পক্ষে যারা, আগামী ২৪ মার্চ ওয়াশিংটনে তারা আয়োজন করছেন 'মার্চ ফর আওয়ার লাইভস।' সঙ্গে থাকছে ফ্লরিডার সেই স্কুলের পড়ুয়ারাও। সেখানে ৫ লাখ ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ওপ্রা উইনফ্রে, জর্জ ক্লুনি এবং স্টিভেন স্পিলবার্গের মতো ব্যক্তিত্বরা। জর্জ ক্লুনি এবং তার স্ত্রী আমাল ক্লুনি প্রথম এই ঘোষণা করে জানান, তারা ছাত্র-ছাত্রীদের পাশে হাঁটবেন। শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছেন, জাস্টিন বিবার, লেডি গাগা-রাও।
প্রতিবাদ জানাতে বেশ কয়েক জন মার্কিন নাগরিক নষ্ট করে ফেলছেন নিজেদের হাতে থাকা অস্ত্র। তাদের এই কর্মসূচির নাম # ওয়ানলেস (একটা কম)।
স্কট ডানি পাপ্পালার্ডো নামে নিউ ইয়র্কের এক ব্যক্তির ভিডিও এতে অনুপ্রেরণা যুগিয়েছে। বৈধভাবে ঘাতক রাইফেল-১৫ কিনেছিলেন এক সময়। ফ্লরিডার ঘটনা তার মনোভাব পাল্টে দিয়েছে। নিজের সেই রাইফেল মেশিনে কেটে অর্ধেক করে ভিডিওয় দেখিয়েছেন তিনি।
No comments:
Post a Comment