যুক্তরাজ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার রেস্টুরেন্ট ব্যবসা। তবে বর্তমান অবস্থায় এ ব্যবসায় দেখা দিয়েছে নানা সমস্যা। তার মধ্যে অন্যতম অবৈধ বাংলাদেশি নিয়োগ। যুক্তরাজ্যের বিভিন্ন বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে অল্প টাকায় অবৈধ প্রবাসীদের কাজের সুযোগ দিচ্ছে রেস্টুরেন্টগুলোতে। এতে দিনদিন নিজেদের সুনাম নষ্ট হচ্ছে বর্হিবিশ্বে।
গত ২ ও ৫ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে বিভিন্ন বাংলাদেশি রেস্টুরেন্টে অবৈধভাবে নিয়োগকৃত বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের সময় অবৈধভাবে বসবাসকারী পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়েছে। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের নেট অঞ্চলের দু’টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির অভিবাসন তদারককারী কর্মকর্তারা। আটককৃত সবাই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সেখানে অবস্থান করছিলেন।
তদারককারী প্রধান কর্মকর্তা রিচার্ড লেডারলে জানিয়েছে, নেট অঞ্চলের ফাভারসামের প্রিন্স অব ইন্ডিয়া রেস্টুরেন্ট ও সোয়ানসকোম্বির আকাশ তান্দুরি বালতি নামে দু’টি রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়। গত ২ ফেব্রুয়ারি প্রিন্স অব ইন্ডিয়া রেস্টুরেন্ট অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে ২৭ বছর বয়সী দুই জন স্টুডেন্ট ভিসা ও ৩২ বছর বয়সী একজন ট্যুরিস্ট ভিসা নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। তবে তাদের সবারই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
অন্যদিকে ৫ ফেব্রুয়ারি আকাশ তান্দুরি হোটেলে অভিযান চালায় অভিবাসন কর্মকর্তারা। সেখানে অনুমতি না থাকার পরও নিয়োগ দেওয়ায় দুই বাংলাদেশিকে আটক করা হয়। আকটকৃতদের অবৈধ অভিবাসন বিষয়ক একটি কেন্দ্রে রাখা হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে প্রিন্স অব ইন্ডিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত মালিক দাবি করেন, আটককৃতদের নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এখনও তাদের কাগজপত্র যথাযথভাবে যাচাই করা যায়নি। তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক। আমরা কখনোই অবৈধ কর্মচারীদের নিয়োগ দেই না। কারণ, আমরা জানি অবৈধ শ্রমিকদের নিয়োগ দিলে জরিমানা গুনতে হবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যে কাজ করার অনুমতি না থাকা কোনও ব্যক্তিকে চেনার পরও নিয়োগ দেওয়া হলে নিয়োগকর্তাদের জেল-জরিমানা করার বিধান রয়েছে। এবিষয়টি বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা মেনে চলে কর্মী নিয়োগ দিবে এটাই সকল যুক্তরাজ্যে প্রবাসীদের দাবী।
No comments:
Post a Comment