Saturday, February 24, 2018
ব্রাজিল দ্বিতীয় দেশ যে দেশের এয়ারপোর্ট এ এসে শরণার্থী আশ্রয় নেয়া যায় - নেলসিয়ো নুনেস
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী নেলসিয়ো নুনেস বলেছেন পৃথিবীর মধ্যে ব্রাজিল দ্বিতীয় দেশ যে দেশের এয়ারপোর্ট এ এসে শরণার্থী আশ্রয় নেয়া যায় । কানাডার পর ব্রাজিল যেখানে অলৌকিক ভাবে শরণার্থী পৌঁছে যায় , যাদের থাকে না কোন ভ্রমন ভিসা, এয়ার টিকেট । অবশেষে ইমিগ্রেশন আইনজীবী বিনা খরচে আইনি লড়াই করে রিফুজি আশ্রয় করিয়ে দেন ব্রাজিলে ।
তবে এতে আমরা চিন্তিত নই বরং আনন্দিত, কারন আমরা বিপদগ্রস্ত,অভাবগ্রস্ত শরণার্থীদের পাশে দাঁড়াতে পেরেছি বলে । শুক্রবার ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।
ব্রাজিলের রিও দ্যা জানেরিও এয়ারপোর্ট ( গালিয়ো আন্তর্জাতিক বিমানবন্দর ) ও সাও পাওল ( গারলস ) আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত ৩ মাসে প্রায় ২৮৮ জন শরণার্থী রিফুজি আশ্রয় নিয়ে ব্রাজিলে প্রবেশ করেন ।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment