মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশের শ্রমবাজার রয়েছে তার মধ্যে অন্যতম লেবানন। দেশটিতে প্রায় দেড় লক্ষাধিক বাংলাদেশি রয়েছে। যার ৭০ ভাগ নারী গৃহকর্মী।কাজের সন্ধানে ছুটে চলা বাংলাদেশি নারী গৃহকর্মীদের দেশটিতে ইতিবাচক অবস্থান থাকলেও সাম্প্রতিক সময়ে সে অবস্থান তলানিতে চলে এসেছে।যার অন্যতম কারণ বাসা-বাড়ি থেকে গৃহকর্মীদের পালিয়ে যাওয়া ও অনৈতিক কাজে লিপ্ত হওয়া। আর এর ফলে বেশিরভাগ লেবানিজরা তাদের বাড়িতে বাংলাদেশিদের পরিবর্তে ইথিওপিয়ান নারীদেরকে প্রাধান্য দিচ্ছে। লেবানিজদের এই মনোভাবের ফলে বাংলাদেশি শ্রমিকদের চাহিদায় ধস নামতে পারে বলে আশংক্ষা প্রকাশ করছে সেখানকার প্রবাসীরা।
বাংলাদেশি এজেন্সিগুলো বলছে, নারী গৃহকর্মীদের প্রতি লেবানিজরা আগের মত আর আগ্রহ দেখাচ্ছে না।তার অন্যতম কারণ হলো, দু-তিন মাস কাজ করে এসব বাংলাদেশি গৃহকর্মীরা পালিয়ে অন্যত্র কাজ নেওয়া। এছাড়া বিভিন্ন অনৈতিক কাযকলাপের সাথে লিপ্ত হওয়ার ঘটনাও অন্যতম কারণ।যার ফলে মালিকপক্ষরা বাংলাদেশি নারী গৃহকর্মীদের আর কাজ দিতে চাচ্ছে না। তারা এখন ইথিওপিয়ান নারী গৃহকর্মীদের প্রতি আগ্রহ দেখাচ্ছে। লেবাননের রাজধানী বৈরুতে বাস করেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা। নারী গৃহকর্মীর বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি ভয়েস বাংলাকে জানান, ‘বিভিন্ন বাসা-বাড়ি থেকে পালিয়ে যাওয়া নারী গৃহকর্মীদের কারণে যারা বৈধ প্রবাসী রয়েছে তাদেরও সমস্যা হচ্ছে। কারণ ইকামা নবায়নে বার বার বাংলাদেশের গৃহকর্মীদের পালিয়ে যাওয়া ও অনৈতিক কাজে লিপ্ত হওয়ার বিষয়টি সামনে চলে আসছে। আর এর প্রভাবটা লক্ষনীয় হয়ে উঠেছে ইকামা নবায়নে ক্ষেত্রে। আগে যেখানে ইকামা নবায়নে এক সপ্তাহ লাগতো, সেখানে বর্তমানে সাত থেকে আট মাস লেগে যাচ্ছে। কারণ কাগজপত্র যাচাই বাছাই করতে দেশটির কতৃপক্ষ বেশ সর্তকর্তা অবলম্বন করছে’। বাংলাদেশি শ্রমিকদের এ অবস্থা চলতে থাকলে আগামীতে লেবাননে বাংলাদেশে নারী শ্রমিকের বাজার কোন দিকে যাবে তা নিয়ে সংশয়ে অন্য প্রবাসীরা।
No comments:
Post a Comment