অল্প পুঁজিতে অধিক মুনাফা কে না চায়? তাও যদি হয় দেশের বাইরে, তবে তো নতুন করে ভাবতেই হয়! ইউরোপের ছোট্ট শহর লিসবনে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভবনার সুযোগ তৈরি হয়েছে। কম বিনিয়োগে ভালো ব্যবসার সুযোগ রয়েছে শহরটিতে। এ কারণে এখানে বাসবাসরত বাংলাদেশিদের অর্ধেকই ব্যবসায়ী। ১৫ থেকে প্রায় ২০ হাজার বাংলাদেশি আছে এই শহরে। ট্যুরিষ্ট দেশ হিসাবে পরিচিত শহরটিতে নানা ধরণের ব্যবসার পসার সাজিয়ে বসেছেন তারা। লিসবনের কেন্দ্রস্থল মানতিমনিজ,রুয়া দো বেনফরমোসো এবং মুরারিয়া এসব এলাকাকে এখন বলা হয় বাঙালী পাড়া। ১২ থেকে ১৫ হাজার বাংলাদেশির বসবাস এখানে। তাদের মালিকানায় এখানে রয়েছে হোটেল রেষ্টুরেন্ট, সুপার মার্কেট, স্যুভেনির শপ, ট্রাভেল এজেন্সিসহ নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান।
তাই বলে বাংলাদেশিদের আধিপত্য বাড়ছে না। কারণ এখানে থাকার বৈধ কাগজপত্র হবার পর সবাই পাড়ি জমায় ইউরোপের ধনী দেশগুলোতে। লিসবনে রয়েছে বাংলাদেশি পরিচালিত ও বাংলাদেশি মালিকানাধীন ছোট-বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের গুণগত মান অন্যান্যের সাথে পাল্লা দিয়ে দিন দিন উন্নত হচ্ছে। এছাড়া ব্যবসা- প্রতিষ্ঠানগুলোর নামকরণ করা হয়েছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি অনুসারে। যেমন, রাধুনি ক্যাফে, রাধুনি রেস্টুরেন্ট, বেঙ্গল রেস্টুরেন্টসহ আরও অনেক। ফলে এলাকায় ঢুকলে খুব সহজেই বাংলাদেশিদের বসবাসের একটা আমেজ টের পাওয়া যায়। ইউরোপের দেশ হলেও পর্তুগালের লিসবনে ব্যবসা প্রতিষ্ঠানে গড়ে তুলতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। সহজেই স্বল্প বিনিয়োগে এখানে ব্যবসা শুরু করে লাভবান হওয়া সম্ভব। স্থানীয় প্রবাসী ব্যবসায়ীরা জানান, কেউ যদি ন্যুনতম ৫ লাখ টাকা বিনিয়োগ করতে পারে সেও একটি ছোট দোকান নিয়ে ব্যবসা শুরু করতে পারবে। এখানে নিরাপত্তা ও ব্যবসার অনুকূল পরিবেশের কারণে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশিরা ব্যবসা করে লাভবান হচ্ছেন।
No comments:
Post a Comment