অভিনয় ও মডেলিং থেকে মাঝপথে বিরতি নিলেও ফিরে এসে বাজিমাৎ করেছেন সুজানা। মিউজিক ভিডিও ও মডেলিং ছাপিয়ে বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি সামাজিক জনকল্যাণমূলক কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন।
সাম্প্রতিক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে তারা ঝিলমিলের মুখোমুখি হয়েছেন এ তারকা
শীতের আমেজ কাটতে শুরু করছে মাত্র। আর তাতেই যেন শহুরে উষ্ণতা মাথাচাড়া দিয়ে উঠছে। জানান দিচ্ছে শহুরে পরিবেশে শীত খুব একটা দাপট দেখাতে না পারলেও উষ্ণতা ঠিকই দাপট ছড়িয়ে বেড়াবে। তবে শীতের এই শেষ হয়েও হল না শেষ হওয়ার মতো পরিবেশে বসন্তের আগমনটা যেন বেশ ফুরফুরে মেজাজেই স্বাগত জানিয়েছে নাগরিক জীবন। তার ওপর আবার বাড়তি পাওয়া হিসেবে সম্প্রতি পালিত হল ‘ভালোবাসা দিবস’। এ যেন বারো মাসে তেরো পার্বণ পালন!
প্রকৃতির পালাবদলের এমন ক্ষণেই কথা হয় আলোচিত মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের সঙ্গে। অভিনয় ও সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা হয় তার সঙ্গে। হাঁটি হাঁটি পা পা করে দেশের শোবিজ অঙ্গে প্রায় দেড় দশকেরও বেশি সময় পার করছেন এ অভিনেত্রী। মূলত মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেছিলেন সুজানা।
তারপর মডেলিং আর অভিনয়ের পাশাপাশি মনভুলানো হাসিতে জয় করে নেন দর্শক হৃদয়। শুধু মডেলিং আর অভিনয় নিয়েই ব্যস্ত নন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও বেশ সরব তিনি। নিজের ওয়ালে পোস্ট করলে ফ্যান-ফলোয়ার হুমড়ি খেয়ে পড়ে তার পোস্টে। ফ্যাশন সচেতন হিসেবেই নতুন প্রজন্মের অনেকেই আইডল হিসেবেও সুজানাকে সামনে রাখেন। আলোচিত এ তারকা খুব ভেবেচিন্তেই সামনে বাড়ছেন বলে জানিয়েছেন তিনি।
তবে ক্যারিয়ারের মাঝখানে হঠাৎ করেই কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন এ মডেল। তারপর ফিরে এসে ব্যস্ত হয়ে পড়েন শোবিজে। ব্যক্তিজীবনের সব ঝঞ্ঝাট কাটিয়ে কিছুদিনের মধ্যেই পুনরায় নিজেকে ছন্দে ফিরিয়ে আনতে সক্ষম হন এ তারকা। আগামী দিনগুলোতে মডেলিংয়ের পাশাপাশি অভিনয় প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে জনপ্রিয়তার আরও ঊর্ধ্বে নিজেকে তুলে ধরতে চাইছেন সুজানা।
সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে নায়ক রিয়াজের সঙ্গে ‘এক্সচেঞ্জ’ ও অভিনেতা তাহসানের সঙ্গে ‘তাই তোমাকে’ প্রচার হয়েছে। রিয়াজের সঙ্গে এর আগে একটি কাজ করলেও তাহসানের সঙ্গে এবারই প্রথম কাজ করলেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
ইতিমধ্যে নাটক দুটি দর্শকদের মধ্যে বেশ সাড়াও ফেলেছে বলে জানা গেছে। এছাড়াও ভালোবাসা দিবস উপলক্ষে কিছুদিন আগে শিল্পী ন্যান্সির একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন সুজানা। সেটিও দর্শক-শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পায়। বর্তমানে এ অভিনেত্রী তিনটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করছেন।
এগুলোর মধ্যে সাজ্জাদ হোসেনের ‘নন স্টপ’, আশুতোষ সুজনের ‘এই শহরে’ এবং রুলিন রহমানের ‘রোড নাম্বার-৭, বাসা নাম্বার-১৩’। এছাড়া নিরুদ্দেশ’, ‘অপূর্বা’, ‘অতিথি পাখি’, ‘ঘোমটা’, ‘গেইম’, ‘তিন কন্যা’ শিরোনামের আরও বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
মিডিয়া কাজের বাইরেও আরও একটি পরিচয় রয়েছে এ অভিনেত্রীর। দীর্ঘদিন ধরেই নিজেকে মানবসেবামূলক কাজে নিয়োজিত রেখেছেন সুজানা। প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে নানা উপায়ে নিজের সামর্থ্যরে অনুপাতে সহায়তা করে যাচ্ছেন। তার এই মহৎ কাজকে স্বাগত জানিয়েছেন অনেকেই। প্রতি শুক্রবার নিয়মমাফিক উত্তরায় অবস্থিত প্রতিবন্ধী আবাসন কেন্দ্রে গিয়ে প্রতিবন্ধীদের সঙ্গে সময় কাটান এ তারকা।
এ প্রসঙ্গে সুজানা বলেন, ‘আমি নিজেকে ওদের পরিবারের একজন মনে করি। বন্ধুদের মতো ওদের সঙ্গে মিশি, আড্ডা দেই। এ ছাড়া একসঙ্গে খাওয়া-দাওয়াও করি। এতে ওরা যে কী খুশি হয়, তা বলে বোঝানো যাবে না। ওদের মুখের হাসি দেখে নিজের মধ্যে দারুণ একটা ভালোলাগা কাজ করে। এমন কাজের মধ্যে সত্যিকারেরই মানবিক প্রশান্তি পাওয়া যায় বলে আমি মনে করি।’
দেশের প্রতিবন্ধীদের পাশে অন্যদেরও এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন এ তারকা। তার মতে, সমাজের প্রতি শিল্পীদের দায়বদ্ধতা বেশি থাকে। আর সেই দায়বদ্ধতা থেকেই মিডিয়ার তারকাদের তাদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন এ তারকা। তাই অভিনয় আর মডেলিং পেশার ব্যস্ততার পাশাপাশি সমাজসেবামূলক কাজ নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে সুজানার।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment