Friday, February 26, 2016
জ্যামাইকার নির্বাচনে বিরোধীদল বিজয়ী
জ্যামাইকার সাধারণ নির্বাচনে বিরোধীদল লেবার পার্টি জয়ী হয়েছে। লেবার পার্টির ৪৩ বছর বয়সী নেতা অ্যান্ড্রু হলনেস কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের অঙ্গীকার করে ভোটারদের আকৃষ্ট করেছেন। বিবিসি বলছে, দেশটির পার্লামেন্টে ৬৩ আসনের মধ্যে লেবার পার্টি ৩৩টি আসনে জয়ী হয়েছে। এর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী পোর্শিয়া সিম্পসন মিলারের নেতৃত্বাধীন পিপলস পার্টির পরাজয় ঘটল। নির্বাচনে জয়ী হওয়ার পর হলনেস সমর্থকদের উদ্দেশে বলেন, “আমরা একটা পুরস্কার জয় করেছি এমনটা ভাবলে চলবে না। আমাদের দেওয়া অঙ্গীকার পূরণের মধ্যদিয়ে এই জয়ের মূল্য শোধ করতে হবে।” নির্বাচনী প্রচারণা চালানোর সময় হলনেস বলেছিলেন, তিনি জ্যামাইকাকে ক্যারিবিয়া অঞ্চলের সিলিকন ভ্যালিতে পরিণত করতে চান। দেশটিতে বর্তমানে যুব সম্প্রদায়ের বেকারত্বের হার ৩৮ শতাংশ।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment