Wednesday, February 24, 2016
বৃষ্টিতে বইমেলা সাময়িক বন্ধ
মাসব্যাপী অমর একুশে বইমেলা শেষ দিকে এখন। শেষ দিকে দারুণভাবে জমেও উঠেছে মেলা। প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়। বাড়ছে ক্রেতার সংখ্যা। আর বেচাকেনা ভালো বলে এবারের বইমেলা নিয়ে সন্তুষ্ট প্রকাশকরা। আজকের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী বৃষ্টিতে মেলা প্রাঙ্গণের এখন নাকাল অবস্থা। আর তাই বৃষ্টির কারণে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীতে মুষলধারে বৃষ্টির পর হঠাৎ করেই বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, পানি নিষ্কাশনের কাজ চলছে। কখন বইমেলা পুনরায় শুরু হবে তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত মেলা বন্ধ থাকবে বলে তথ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে। এদিকে আজকের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে ৫০ টির বেশি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংখ্যাটা আরও বেশি হতে পারে। মেলার বাউন্ডারিগুলো ভেঙে গেছে। বৃষ্টির পানি আটকে আছে মেলা চত্বরে। আটকে থাকা পানি সরানোর জন্য যন্ত্র আনা হয়েছিল। তবে বেলা আড়াইটার দিকে আবারও বৃষ্টি শুরু হলে পানি সরানোর কাজ বন্ধ করে দেওয়া হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment